E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাশরাফী বন্দনায় মুখরিত নড়াইল

২০২৪ জানুয়ারি ০৬ ১৮:০৬:২৪
মাশরাফী বন্দনায় মুখরিত নড়াইল

রূপক মুখার্জি, লোহাগড়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে শুক্রবার সকাল ৮ টায়। কেন্দ্রীয় আওয়ামলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নৌকা প্রতিকের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসাবে বরণ করে নিতে প্রস্তুত নড়াইলবাসী। বিশেষ করে নতুন ভোটাররা ভোট দিতে মুখিয়ে রয়েছেন তরুণ প্রজন্মের এই আইকনকে। অনেকেই অপেক্ষার প্রহর গুনছেন ভোটের দিনের জন্য। এক কথায়, মাশরাফী বন্দনায় মুখরিত গোটা নড়াইল।

মাশরাফী বিন মোর্ত্তজার বিকল্প কাউকে ভাবছেন না এখানকার বেশিরভাগ ভোটার। অবহেলিত নড়াইলের উন্নয়নে অনেক দৌঁড়ঝাপ করে কয়েকটি মেগা প্রকল্প অনুমোদন করাতে সক্ষম হয়েছেন মাশরাফী। যে কারণে ভোটের সমীকরণে অন্য প্রার্থীদের তুলনায় হেভিওয়েট প্রার্থী মাশরাফী অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ভোটের মাঠে মাশরাফী একেবারেই উৎকণ্ঠাহী, নির্ভার।

মাশরাফীর প্রচেষ্টায় নড়াইলে আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ, নড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ, নড়াইল শহরের ফোরলেন সড়ক, পাসপোর্ট অফিসের নিজস্ব নতুন ভবন, নার্সিং কলেজ, নড়াইল পৌরসভার নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে। নড়াইলে পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইকোনমিক জোন স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নড়াইলবাসী ভাবছে মাশরাফী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে এ জেলায় উন্নয়নের ছোঁয়া আগের তুলনায় আরও অনেক বেশি হবে।

নির্বাচনী এলাকার যেসব উন্নয়নকাজ অসমাপ্ত রয়েছে এবার এমপি হলে আগামী পাঁচ বছরের মধ্যে সব কাজ সমাপ্ত করবো প্রতিশ্রুতি দিয়ে মাশরাফী বিন মর্তুজা সম্প্রতি পথসভায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার উন্নয়নে কাজ করছেন। কোনও উন্নয়ন প্রকল্প তিনি দল কিংবা প্রার্থী দেখে দেন না। দেশের সব জনপদের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে যেকোনো উন্নয়ন প্রকল্প তিনি বরাদ্দ দেন। মানুষের মুখে হাসি ফোটানো তার লক্ষ্য। আপনাদের জন্য কাজ করতে এখানে আমাকে তিনি মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে আপনারা ভোট দেবেন। আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হতে চাই।’

ইতালির রোম শহর একদিনে তৈরি হয়নি উল্লেখ করে মাশরাফী বলেন, ' নড়াইল জেলা এমনিতেই অনেক সুন্দর। এটিকে আরও সুন্দর ও বসবাস উপযোগী করে গড়ে তুলতে চাই। জন্মস্থানের টানে বারবার এখানে ছুটে আসি। মানুষের সুখ-দুঃখের ভাগিদার হতে চাই। পৃথিবীর যে দেশেই খেলতে কিংবা ঘুরতে গিয়েছি, সবখানে নড়াইলের কথা তুলে ধরেছি। সামনের দিনগুলোতে নড়াইলকে
আরও তুলে ধরতে চাই।

মাশরাফী বিন মোর্ত্তজা আরও বলেছেন, ‘আমি দৌড়াতে পারি মন্ত্রণালয়ে। অফিস থেকে অফিসে আমি দৌড়েছি বলেই নড়াইলে মেগা প্রকল্প দৃশ্যমান। যেসব কাজে মানুষের কল্যাণ সাধিত হয়, নতুন প্রজন্মসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হয়, আগামীতে সেসব কাজ বাস্তবায়নের জোর প্রচেষ্টা চালাবো।’

এদিকে উন্নয়নের কাজ করবেন এমন প্রার্থীকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান ভোটাররা। প্রথমবারের মতো ভোটার হওয়া তরুণ ভোটারদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি। মাশরাফীকে ভোট দেওয়ার জন্য এসব ভোটাররা মুখিয়ে রয়েছেন।

তরুন ভোটার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মন্টু খান বলেন, 'নতুন প্রজন্মের আইকন মাশরাফী ভাইকে ভোট দিতে অপেক্ষায় আছি। মাদকমুক্ত পরিবেশে নতুন প্রজন্মকে কীভাবে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা যায় এটাই তার ভাবনা। যে কারণে আমরা নতুন প্রজন্ম তাকে অনেক বড় জায়গায় দেখতে চাই।

তরুন ভোটার লোহাগড়ার সুজল বিশ্বাস বলেন, ' যে নির্বাচিত হলে আমাদের নড়াইলের সার্বিক উন্নয়ন করতে পারবে-আমি তাকেই ভোট দেব'।

রবিন খন্দকার নামে একজন নতুন ভোটার বলেন, 'এবার আমি প্রথমবারের মতো ভোট দেব। আমি চাই যেন আমার জীবনের প্রথম ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারি'।

নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস বলেন, " সন্তানতুল্য মাশরাফি আমাদের গর্ব। দেশ-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। বিগত ৫ বছর তার প্রচেষ্টায় জেলায় অনেক উন্নয়ন হয়েছে। আমরা তাকে এমপি হিসেবে পুনরায় দেখতে চাই"।

নড়াইল-২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, ইতিমধ্যে শুক্রবার সকাল ৮টায় নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে আমাদের সব রকম প্রস্তুতি রয়েছে। শনিবার দুপুরের মধ্যে ভোট কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছেছেন। আশা করছ, নড়াইলের দুটি সংসদীয় আসনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ করা হবে।

নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ ও সমগ্র লোহাগড়া) আসনে লড়াইয়ে রয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা (নৌকা), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল)।

তবে গত ৩ জানুয়ারি এ আসনে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ার‌্যমান স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) সৈয়দ ফয়জুল আমির লিটু মাশরাফি বিন মোর্ত্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

উল্লেখ্য, ৯৪ নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ এবং ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন পুরুষ ভোটার রয়েছে।

(আরএম/এসপি/জানুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test