E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জে আগুনে ভস্মিভূত নৌকার দুটি নির্বাচনী অফিস

২০২৪ জানুয়ারি ০৬ ১৯:০৪:১৯
কালিগঞ্জে আগুনে ভস্মিভূত নৌকার দুটি নির্বাচনী অফিস

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ থানা সদরের বাজারগ্রামে ও তারালীতে অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর চারটার দিকে গভীর রাতে দেয়া আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে দুটি নির্বাচনী অফিস ও পাশের দু’টো ব্যবসা প্রতিষ্ঠান। 

বাজারগ্রামের স্লুইজগেটের পাশ্ববর্তী নির্বাচনী অফিসের তত্ত্বাবধায়ক সুলতান আহমেদ জানান, সম্ভবত শনিবার ভোর ৫টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা থানার সন্নিকটে অবস্থিত নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টার পাশাপাশি কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডে রাজ টেলিকম ও এশিয়া স্টীল এন্ড থাই এ্যালূমিনিয়াম নামক দু’টি ব্যবসা প্রতিষ্ঠানও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলনসহ তার নেতাকর্মীরা শনিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে আসেন। এরপরপরই আসেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর।

এসময় এসএম আতাউল হক দোলন বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে তার অন্যতম নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনএম এর নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজার ইন্ধনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি। পাশাপাশি তিনি ভয়ভীতির তোয়াক্কা না করে কেন্দ্রে যেয়ে ভোটারদের ভোট দিতে অনুরোধ করেন।

অপরদিকে কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট জানান, তারালী গ্রামের আব্দুল করিমের বাড়ির পাশে একটি ক্লাব ঘরে সাতক্ষীরা -৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ আ.ফ. ম রুহুল হকের নির্বাচনী কার্যালয় ছিল। শনিবার দিবাগত রাত তিনটার দিকে গ্রাম পুলিশ জেহের আলী ও বিট অফিসার উপপরিদর্শক শিহাব চলে যান। তা একঘণ্টা পর কে বা কারা ওই অফিসে আগুন দেয়। এতে ওই অফিসঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। সহকারি রিটার্নিং অফিসার ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, অগ্নিকান্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের পূর্বমুহূর্তে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান এ পুলিশ কর্মকর্তা।

বাজারগ্রামের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে জানার জন্য নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,এটা তার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থীর সাজানো নাটক।

(আরকে/এসপি/জানুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test