E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা -১

জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সহকারী প্রিজাইডিং অফিসারসহ তিনজন বহিষ্কার 

২০২৪ জানুয়ারি ০৭ ১৮:২৮:৩৪
জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সহকারী প্রিজাইডিং অফিসারসহ তিনজন বহিষ্কার 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-১ আসনের তালা উপজেলার মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি জাল ভোট প্রদানের ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার নব কুমার পাইনসহ ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত অপর দুজন হলেন, পোলিং অফিসার শাহাজউদ্দিন ও পোলিং অফিসার জি এম বারাকাত হুসাইন।

অভিযোগ প্রাপ্তির পর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ায় তাদেরকে বহিষ্কার করেন।

মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উদয় কুমার জানান, মানিকহার গ্রামের শামায়েল সরদার (ভোটার নং ০৪৫৫) বেলা ১১টার দিকে ভোট দিতে এসে দেখেন কে বা কারা তার ভোট দিয়ে গেছে। অভিযোগ পাওয়ার পর ১০ মিনিটের জন্য ওই বুথে ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে ওই বুথে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং অফিসার ও দুই জন পোলিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, পরবর্তীতে টেন্ডার ভোটের মাধ্যমে শামায়েল সরদারের ভোট নেয়া হয়েছে।

এই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান (সরদার মুজিব) বলেন, তিনি মানিকহার ভোট কেন্দ্রে গিয়ে জাল ভোটের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে জেলা রিটানিং কর্মকর্তাকে জানান। পরবর্তীতে তিনি ব্যবস্থা নিয়েছেন।

(আরকে/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test