E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করল মর্টার শেলটি

২০২৪ জানুয়ারি ০৯ ১৩:৫৫:২৭
সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করল মর্টার শেলটি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে এটিকে সফলভাবে নিষ্ক্রিয় করে ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার কোজগড় এলাকায় উদ্ধার হওয়া স্থান থেকে ৫০ মিটার দূরত্বে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এ বোম ডিসপোজাল অভিযানটি পরিচালিত হয়। মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেছেন ক্যাপ্টেন মোহতাসিম।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস জানান, 'মর্টার শেলটি সেনাবাহিনী বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। তবে এই শেলটি কীভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো হবে।’

(আরআর/এএস/ জানুয়ারি ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test