E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে জামানত হারাচ্ছেন ১৮ প্রার্থী

২০২৪ জানুয়ারি ০৯ ১৩:৫৮:৫৮
দিনাজপুরে জামানত হারাচ্ছেন ১৮ প্রার্থী

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ছয়টি আসনের মোট ২৯ প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন ১৮ জন প্রার্থী।

সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলের প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তারা হারাচ্ছেন জামানত।

এ বিষয়ে দিনাজপুর জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের নির্বাচনে দিনাজপুরে ছয়টি আসনের মধ্যে ৫টিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও একটিতে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, দিনাজপুর (বীরগঞ্জ-কাহারোল) -১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকারিয়া (ট্রাক), দিনাজপুর (বিরল-বোচাগঞ্জ) -২ আসনে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিম মাহমুদ চৌধুরী (নৌকা),দিনাজপুর (সদর) -৩ আসনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (নৌকা), দিনাজপুর (চিরিরবন্দর-খানসামা)-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী(নৌকা), দিনাজপুর (ফুলবাড়ী-পার্বতীপুর)-৫ আসনে মোস্তাফিজুর রহমান ফিজার(নৌকা) ও দিনাজপুর ( বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) -৬ আসনে শিবলী সাদিক (নৌকা)।

তবে এবারের ভোটযুদ্ধে অংশ নেয়া ৪ জন স্বতন্ত্র প্রার্থী জামানত বাঁচাতে পেরেছেন। আর আওয়ামীলীগের নৌকা প্রতীকে পরাজিত একজন প্রার্থী লড়াই করে হেরেছেন।

জামানত হারানো প্রার্থীলা হলেন- দিনাজপুর-১ আসনের বাংলাদেশ ওয়ার্কার্স পাটির হাতুড়ি প্রতীকের আব্দুল হক পেয়েছেন ৩৩৭ ভোট, ন্যাশনাল পিপলস্ পাটির (এনপিপি) আম প্রতীকে জহুরুল হক পেয়েছেন ২৮৭ ভোট ও জাতীয় পাটির লাঙ্গল প্রতীকে মোঃ শাহিনুর ইসলাম পেয়েছেন ৪৮৬ ভোট। এই আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ২৩ হাজার ১২৫।

দিনাজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে আনোয়ার চৌধুরী জীবন পেয়েছেন ১০ হাজার ৩৫৯ ভোট ও জাতীয় পাটির লাঙ্গল প্রতীকে মোঃ মাহবুর আলম পেয়েছেন ৪ হাজার ৮৪৯ ভোট। এই আসনে মোট প্রদত্ত ভোট ১লাখ ৮৯হাজার ১২০।

দিনাজপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে আহমেদ শফি রুবেল পেয়েছেন ৩ হাজার ৬০১ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) হাতপাঞ্জা প্রতীকে আব্দুস সালাম পেয়েছেন ৩৭৬ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) আম প্রতীকে পারুল সরকার লিনা পেয়েছেন ৫৩৮ ভোট, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকে মোঃ ফরহাদ আলম পেয়েছেন ৪ হাজার ৩৭৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি ঈগল প্রতীকে রাসেদ পারভেজ পেয়েছেন ২ হাজার ৯৮৬ ভোট। এই আসনে মোট প্রদও ভোট ১লাখ ৭৪হাজার ১৭১।

দিনাজপুর-৪ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) আম প্রতীকে মোসাঃ আজিজা সুলতানা পেয়েছেন ৭২৫ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মোঃ মোনাজাত চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৪ ভোট। এই আসনে মোট প্রদত্ত ভোট ১লাখ ৬০হাজার ৬৯০।

দিনাজপুর-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মোঃ নুরুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৫৬৫ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) আম প্রতীকে মোঃ শওকত আলী পেয়েছেন ১ হাজার ৩৯৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মোঃ তোজাম্মেল হক পেয়েছেন ৬হাজার ২০১ ভোট। এই আসনে মোট প্রদও ভোট ২লাখ ৮০হাজার ৭০।

দিনাজপুর-৬ আসনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে মোঃ তোফাজ্জল হোসেন পেয়েছেন ২ হাজার ৫০০ ভোট,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকে মোঃ শাহ আলম বিশ্বাস পেয়েছেন ৭২৪ ভোট ও সতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ পেয়েছেন ১হাজার ১৪৫ ভোট। এই আসনে মোট প্রদত্ত ভোট ২লাখ ৬৯হাজার ৫৫১। এই হিসেবে দিনাজপুরের ছয়টি আসনের ১৮ জন প্রার্থী এবার জামানত হারাচ্ছেন।

(এসএএস/এএস/ জানুয়ারি ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test