E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিছুজ্জামান বিপুল ভোটে বিজয়ী

২০২৪ জানুয়ারি ০৯ ১৭:১৪:০১
ময়মনসিংহ ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিছুজ্জামান বিপুল ভোটে বিজয়ী

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত ৭ জানুয়ারী (রবিবার) সাড়া বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ট ও সুন্দর ভাবে স্বচ্ছতার মাধ্যমে সমাপ্তি হয়েছে। ময়মনসিংহ ৭  (ত্রিশাল) আসনে আওয়ামী পরিবারের সন্তান ও ত্রিশাল উপজেলা মাটি ও মানুষের প্রানপ্রিয় নেতে সাবেক ত্রিশাল পৌরসভার মেয়র (সদ্য পদত্যাগকারী) এ বি এম আনিসুজ্জামান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এবং তার অন্তরে আদর্শ ও শিক্ষায় তিনি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উত্তরসুরী। তিনি এই উপজেলার আওয়ামী লীগের বলিষ্ট কন্ঠস্বর, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং গরীবের বন্ধু বলেও এলাকায় তার খ্যাতি দৃশ্যমান।

বঙ্গবন্ধুর আদর্শের বড় হওয়া এ বি এম আনিসুজ্জামান ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনিতীর সাথে জড়িত৷ গত নির্বাচনে ত্রিশাল বাসী তার সেই ত্যাগের উপহার স্বরুপ দিয়েছেন বিপুল ভোটের মাধ্যমে জয়ের মালা। নিকটতম প্রতিদন্ধী প্রার্থী ছিলেন সাবেক এম পি নৌকা প্রতিক নিয়ে আলহাজ্ব রুহুল আমিন মাদানী তিনি এই আসনে ৫০ হাজার ৩০৯ ভোট পেয়েছেন। মানুষের ভালবাসা ও বিষ্যস্থ্যতায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বেগবান কর্মসুচীর স্মার্ট বাংলাদেশের রুপকারের অনুপ্রেরনার ফসল স্বরুপ এ বি এম আনিসুজ্জামান ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৭৩৭ ভোট।

এ ব্যাপারে এ বি এম আনিসুজ্জামান বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর আদর্শ গড়া একজন সৈনিক, জননেত্রীর অনুমতিক্রমে নির্বাচনে অংশগ্রহণ করি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে , এবং জনগণের ন্যায়ের পক্ষে সব সময় কথা বলি, তাই জনগন আমাকে মুল্যাযন করেছে, আমিও আগামী ৫ বছর নিজেকে জনসেবায় সম্পিক্ত রাখবো ও স্মার্ট বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ফসল ঘড়ে ঘড়ে পৌছে দিতে অঙ্গিকারাবদ্ধ। ত্রিশালের মানুষ প্রিয় নেতাকে এভাবেই ভালবাসে, যা তিনি দীর্ঘদিন বিশ্বাস ও ভালবাসা দিয়ে অর্জন করেছেন।

তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুই করেছেন এবং করতে অঙ্গীকারবদ্ধ আমাদের ত্রিশাল বাসীর মানুষের হ্নদয়ের স্পন্দন এ বি এম আনিসুজ্জামান এমপি।

(এনআরকে/এসপি/জানুয়ারি ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test