E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাতের আঁধারে গভীর নলকূপে বিষ প্রয়োগ

২০২৪ জানুয়ারি ০৯ ১৮:২৭:৩৫
রাতের আঁধারে গভীর নলকূপে বিষ প্রয়োগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : রাতের আঁধারে গভীর নলকূপে দুর্বিত্তরা বিষ প্রয়োগ করায় খাবার পানির জন্য চরম ভোগান্তিতে পরেছে আটটি পরিবার। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুরের টিএন্ডটি মোড় এলাকার।

আজ মঙ্গলবার দুপুরে ওই এলাকার আজিজুর রহমান বেপারীর ছেলে আবির হোসেন বলেন, গত এক বছরপূর্বে ব্যক্তিগত অর্থায়নে বাসার সামনে গভীর নলকূপ স্থাপন করা হয়। ওই নলকূপ থেকে আমরা আটটি পরিবার খাবার পানি এবং গৃহস্থলির যাবতীয় কাজ সম্পন্ন করতো। সোমবার রাতের আধারে অজ্ঞাতনামা দুর্বিত্তরা নলকূপের মধ্যে বিষ প্রয়োগ করে। ফলে নলকূপ থেকে পানি পান ও গৃহস্থলির কাজ বন্ধ রয়েছে। বিষয়টি প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test