E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে পুটিমারী ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন

২০১৪ নভেম্বর ১১ ১৫:২৬:০০
বাগেরহাটে পুটিমারী ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরতলীর বিসিক শিল্প নগরী সংলগ্ন পুটিমারী নদীর উপর ব্রিজের নির্মাণ কাজের উদ্ভোধন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি।

মঙ্গলবার সকালে ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, এই ব্রীজটি র্নিমাণ কাজ সম্পন্ন হলে বাগেরহাট শহরের সাথে এলাকার মানুষ সহজেই যোগাযোগ করতে পারবে। এছাড়া পার্শবর্তী বিসিক ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন তরান্নিত হবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাহাদাত হোসেন জানান, ব্রিজটি নির্মাণে প্রায় ৩ কোটি টাকা ব্যয় হবে এবং ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এক বছর আগে ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে প্রতিনিয়ত স্কুলগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয়।

(একে/এটিআর/নভেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test