E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রডবাহী ট্রাক খাদে

২০২৪ জানুয়ারি ১১ ১৬:১৬:১৮
মৌলভীবাজারে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রডবাহী ট্রাক খাদে

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে সড়কে ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রডবাহী ট্রাক (ঢাকা মেট্রো- ট ৪৩-৫৪) খাদে পড়ে গেছে। এতে পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে যানজট।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে একদিকে প্রচন্ড কুয়াশাচ্ছন্ন ছিলো সড়ক।সে কারণে ট্রাক চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় রডবাহী ট্রাকটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটির সামনে অংশ পল্লী বিদ্যুৎের খুঁটির সাথে ধাক্কা লেগে খুঁটিটি দুমড়ে মুচড়ে যায়। তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রাক চালক রমজান মিয়া জানান, তিনি রড নিয়ে চট্টগ্রাম থেকে ট্রাক চালিয়ে আসছিলেন। যাবেন বড়লেখায়। তাঁর দাবি চলন্ত অবস্থায় হটাৎ গাড়ির স্টিয়ারিং বিকল হয়ে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ রাখা যায়নি।

ঘটনাস্থলে কথা হয় পুলিশের ট্রাফিক বিভাগের সার্জন বায়েজিদ আহমদ এর সাথে। তিনি জানান, এ ঘটনায় সড়কে যানজটের সৃষ্টি হয়, আমরা সড়কটি ক্লিয়ারের চেষ্টা করছি এবং থানা পুলিশকে দ্বায়িত্ব বুঝিয়ে দিয়েছি।

এদিকে ওই এলাকায় পাশে স্কুল থাকায় দূর্ঘটনা রোধে সেখানে গতি নিয়ন্ত্রণে সড়ক বিভাগ মাসখানেক আগে রোড ডিভাইডার তৈরি করেন। তবে রোড ডিভাইডারে রঙ না দেয়ার কারণে গাড়ি চালকরা ঘণ কুয়াশায় দেখতে না পাওয়ায় সেখানে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

(একে/এসপি/জানুয়ারি ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test