E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীমঙ্গলে শীতার্তদের পাশে এনসিসি ব্যাংক

২০২৪ জানুয়ারি ১১ ১৬:৫৮:৩৭
শ্রীমঙ্গলে শীতার্তদের পাশে এনসিসি ব্যাংক

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : শীতের রাজ্য নামে খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জেঁকে বসেছে শীত। এই কনকনে শীতে বিপর্যস্ত এখানকার জনজীবন। দুইদিনেও দেখা মিলেনি সূর্যের।হার কাঁপানো এ শীতে হতদরিদ্র সিতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ব্যাংকটির শ্রীমঙ্গল শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।

এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়ছল আহমেদ, মো. ইয়াকুব আলী, নাঈম সরফরাজ, হাফেজ মো. রাশেদ তালুকদার, সুব্রত দাস, মো. জাকির মিয়া, বদরুল আলম শিপলু ,দেবাংশু সেন সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

পৌর মেয়র বলেন, “শ্রীমঙ্গল এনসিসি ব্যাংক এর পূর্বেও করোনাকালীন সময়ে গরীব অসহায় মানুষের মাঝে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। গতবছর শীতেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছিলো। তারই ধারাবাহিকতায় আজও তারা গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে। এজন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ ও ব্যাবস্থাপককে ধন্যবাদ জানাই।

(এ/এসপি/জানুয়ারি ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test