E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃহস্পতিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল

২০১৪ নভেম্বর ১১ ১৫:৩৬:৫৫
বৃহস্পতিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলাধীন খারিকাটা এলাকা থেকে অপহরণের ছয় দিনেও রাঙামাটি উত্তর বনবিভাগের একজন সহকারী বন সংরক্ষকসহ তিনজন কর্মকর্তা-কর্মচারী উদ্ধার না হওয়ায়  বৃহস্পতিবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য যুব ফ্রন্ট নামের একটি সংগঠন।

মঙ্গলবার বেলা ১২টার সময় রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বাঙ্গালীদের আরো দুইটি সংগঠন একাত্মতা ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে পার্বত্য যুব ফ্রন্টের কেন্দ্রীয় উপদেষ্টা কাজী মোহাম্মদ জালোয়ার সভাপতিত্বে বক্তব্য দেন,পার্বত্য যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম মুন্না, সমঅধিকার আন্দোলনের নেতা জাহাঙ্গীর কামাল প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লংগদুর খারিকাটা এলাকায় জোত বাগান পরিদর্শনে গেলে দূর্বৃত্তরা উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, কাচালং মুখ স্টেশনের রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম ও ফরেস্টার বিবর্তন চাকমাকে অপহরণ করে। অপহরণের পর ছয়দিনেও অপহৃতদের উদ্ধার করতে নাপারার অভিযোগ ও তাদের দ্রুত অক্ষত উদ্ধারের দাবিতে এই হরতালের ঘোষণা দেন বাঙালি সংগঠনগুলো।


(ওএস/এএস/নভেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test