E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মন্ত্রী বঞ্চিত দেশের ৩৯ জেলা, ঢাকা বিভাগে ১৫ মন্ত্রী প্রতিমন্ত্রী

২০২৪ জানুয়ারি ১১ ১৯:৪৬:১৭
মন্ত্রী বঞ্চিত দেশের ৩৯ জেলা, ঢাকা বিভাগে ১৫ মন্ত্রী প্রতিমন্ত্রী

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ৩৭ সদস্যের নতুন মন্ত্রীসভায় ৩৯টি জেলা থেকে নির্বাচিত আওয়ামী লীগের কোন সংসদ সদস্য স্থান পাননি। ঢাকা বিভাগের ৮ জেলা থেকে মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রীসহ ১০ জন মন্ত্রী ও ৫ জন প্রতিমন্ত্রী। এরমধ্যে ঢাকা থেকেই রয়েছেন তিনজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী।

গাজীপুর থেকে একজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীসহ মন্ত্রীসভায় স্থান পেয়েছেন তিনজন। ঢাকা বিভাগের অপর জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীসহ দুইজন মন্ত্রী, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ জেলায় একজন করে মন্ত্রী ও টাঙ্গাইল জেলা থেকে একজন প্রতিমন্ত্রী মন্ত্রী সভায় স্থান পেয়েছেন। ঢাকা বিভাগের মানিকগঞ্জম নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরিতপুর ও মাদারীপুর জেলা কোন মন্ত্রী প্রতিমন্ত্রী পায়নি। তবে, মন্ত্রী প্রতিমন্ত্রী বঞ্চিত দেশের ৩৯টি জেলার মধ্যে রংপুর, পাবনা ও মাদারীপুর থেকে থেকে নির্বাচিত তিনজন সংসদ সদস্য হয়েছেন স্পিকার, ডেপুটি স্পিকার ও চীফ হুইপ।

দেশের অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও ব্রাক্ষণবাড়িয়া থেকে দুইজন মন্ত্রী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর জেলা একজন করে মন্ত্রী ও খাগড়াছড়ি একজন প্রতিমন্ত্রী পেয়েছে। এই বিভাগের লক্ষ্মিপুর, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবন জেলা থেকে মন্ত্রীসভায় কেউ স্থান পাননি।

খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা ও মেহেরপুর জেলা থেকে দুইজন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন। মন্ত্রী বঞ্চিত এই বিভাগের ৮টি জেলা হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদাহ।

বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল ও পটুয়াখালী জেলা থেকে দুইজন প্রতিমন্ত্রী হয়েছেন। মন্ত্রী বঞ্চিত এই বিভাগের ৪টি জেলা হচ্ছে পিরোজপুর, ঝালকাঠি, ভোলা ও বরগুনা।

রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে নওগাঁয় মন্ত্রী ও নাটোর থেকে একজন প্রতিমন্ত্রী হয়েছেন। মন্ত্রী বঞ্চিত এই বিভাগের ৬টি জেলা হচ্ছে রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, পাবনা ও জয়পুরহাট।

রাজশাহী বিভাগের ৪ জেলার মধ্যে মৌলভীবাজারে মন্ত্রী ও সিলেট থেকে একজন প্রতিমন্ত্রী হয়েছেন। মন্ত্রী বঞ্চিত এই বিভাগের দুটি জেলা হচ্ছে হবিগঞ্জ ও সুনামগঞ্জ।

রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে শুধু দিনাজপুর জেলা একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী হয়েছেন। মন্ত্রী বঞ্চিত এই বিভাগের অন্য ৭টি জেলা হচ্ছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁ ও পঞ্চগড়।

ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মধ্যে ময়মনসিংহ ও জামালপুর জেলা একজন করে মন্ত্রী পেয়েছেন। মন্ত্রী বঞ্চিত এই বিভাগের অন্য দুটি জেলা হচ্ছে শেরপুর ও নেত্রকোনা।

(এসএসএ/এএস/জানুয়ারি ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test