E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীগঞ্জে গ্যাসের দাবিতে সমাবেশ

২০১৪ নভেম্বর ১১ ১৫:৪২:৪৭
নবীগঞ্জে গ্যাসের দাবিতে সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাকে অবস্থিত এশিয়ার বৃহত্তম বিবিয়ানা গ্যাসকূপ থেকে ঘরে ঘরে গ্যাসের দাবিতে ফুঁসে উঠেছে ইউনিয়নবাসী। এক দফা দাবি নিয়ে দীঘলবাক ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

এ ব্যাপারে গঠিত হয়েছে বিবিয়ানা নাগরিক সমাজ। সোমবার বিকেলে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও সাইনবোর্ড বাজারে বিবিয়ানা নাগরিক সমাজের উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক সমাজের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারিক রনি ও সুজাত মিয়া চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. ছালিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শাহাজান সিরাজ, মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ নুরী ও আনকার খান। বক্তব্য রাখেন নিলুফা ইসলাম, ফজলুর রহমান চৌধুরী, গোলজার মিয়া, আমিনুল হক শামীম, শিক্ষক ফখরুল ইসলাম, তজমুল হক, শাহীন আহমদ, বাবলু চৌধুরী, সাজু আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন, এশিয়ার বৃহত্তম গ্যাসকূপ বিবিয়ানা দীঘলবাক ইউনিয়নে অবস্থিত। কিন্তু দীর্ঘদিন ধরে দীঘলবাকের ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবি জানালেও সরকার ও কর্তৃপক্ষ উদাসীনতা দেখাচ্ছেন। তাই এলাকাবাসীর ন্যায্য দাবি না মানা পর্যন্ত ইউনিয়নবাসী ঘরে ফিরে যাবে না। দাবি না মানা পর্যন্ত মানববন্ধন, অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।


(পিডিএস/এটিআর/নভেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test