E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে সাবেক এমপির গাড়ি বহরে হামলা, আটক ১

২০২৪ জানুয়ারি ১৩ ১৬:০৪:০৪
নবীনগরে সাবেক এমপির গাড়ি বহরে হামলা, আটক ১

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সদ্য বিদায়ী এমপি এবাদুল করিম বুলবুলের গাড়ি বহরে গতকাল শুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনায় পুলিশ আজ শনিবার দুপুরে আমিনুল ইসলাম (৪০) কে আটক করেছে। এর আগে গতকাল রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ জানয়ারি নির্বাচনের দিন সাবেক এমপি এবাদুল করিমের অনুসারি উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ভোট দিয়ে ফেরার পথে তার নিজ গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন।

ওই হামলার প্রতিবাতে গতকাল শুক্রবার বিকেলে সলিমগঞ্জে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা ডাকা হয়। প্রতিবাদ সভায় সলিমগঞ্জের বাসিন্দা, সদ্য বিদায়ী সাবেক এমপি এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসেবে যোগ দেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা মাইনুল শিকদারের সভাপতিত্বে সভায় বুলবুল অনুসারি হিসেবে পরিচিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন সহ তাঁর (বুলবুল) অনুসারী অনেকেই যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ঢাকায় ফেরার পথে সন্ধ্যার একটু আগে সলিমগঞ্জ কলেজ রোডে সাবেক এমপি এবাদুল করিম বুলবুলের পিএস নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস সাইফুর রহমান সোহেলের গাড়িতে অতর্কিতে ওই আলোচিত হামলার ঘটনাটি ঘটে।

এ বিষয়ে সাবেক এমপি এবাদুল করিম বলেন, 'আমার গাড়িতে কোন হামলার ঘটনা ঘটেনি। তবে আমার গাড়ির বহরে থাকা অপর একটি গাড়িতে হামলা হয়েছে। যেই গাড়িতে আমার পিএস সোহেল ছিলেন।'

সাইফুর রহমান সোহেল জানান, 'মিটিং শেষে ঢাকায় ফেরার পথে সলিমগঞ্জ বাজারে ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা, স্থানীয় বাসিন্দা (বড়িকান্দি ইউনিয়ন) মমিনুল হক সাঈদের অনুসারী কিছু সশস্ত্র ক্যাডার আমার গাড়িতে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা আমার গাড়িটি ভাংচুর করে ও আমাকে কিল ঘুষি মারতে থাকে।'

এ বিষয়ে মমিনুল হক সাঈদ বলেন, 'আমার কোন অনুসারী এ ঘটনার সঙ্গে মোটেই জড়িত না। মূলত: সাবেক এমপির পিএস এলাকার বিতর্কিত সোহেল আমাদের সাবেক এমপি বুলবুল সাহেব এমপি থাকাকালে এলাকার মানুষের কাছ থেকে নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা নিতেন।টাকা প্রদানকারী ওইসব বিক্ষুব্ধ লোকজনই মূলত তার গাড়িতে হামলা চালিয়েছে।'

এ বিষয়ে সদ্য নির্বাচিত বর্তমান এমপি ফয়জুর রহমান বাদল বলেন, 'ঘটনাটি ওসি সাহেব আমাকে জানানোর সঙ্গে সঙ্গেই আমি ওসিকে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে তাৎক্ষণিকভাবে কঠোর নির্দেশ দিয়েছি।'

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজ দুপুরে বলেন, 'এ ঘটনায় রাতে ঘটনাস্থল থেকে পাঁচটি মটরবাইক জব্দ করা হয়েছে। আজ ১ জনকে আটক করেছি। তবে হামলার বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

প্রসঙ্গত, সাবেক এমপি এবাদুল করিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মমিনুল হক সাঈদ ও হামলার শিকার সাবেক এমপির পিএস সাইফুর রহমান সোহেল একই এলাকার বাসিন্দা।

(জিডি/এসপি/জানুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test