E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নারী নেতৃত্ব হারাম’ বক্তব্য দেয়া সেই ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল 

২০২৪ জানুয়ারি ১৪ ১৭:২৮:২১
‘নারী নেতৃত্ব হারাম’ বক্তব্য দেয়া সেই ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট- ৩ আসনে নির্বাচনী পথসভায় মোংলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার নারী নেতৃত্ব হারাম বলে বক্তব্য দেয়ায় ফূঁসে উঠেছে নারী সমাজ।

আজ রবিবার দুপুরে বুড়িরডাঙ্গা ইউনিয়নের নারী সমাজ মোংলার সেই ইউপি চেয়ারম্যানের অপসারণসহ বিচারের দাবীতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন কয়েকশ হিন্দু, খ্রিস্টান ও মুসলিম নারীরা।

ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদারের দেয়া এমন বক্তব্যের প্রতিবাদে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজে মানববন্ধনে অংশ গ্রহণকারী নারীরা মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন।

মানববন্ধনে নারী বক্তারা বলেন, পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী ইজারাদারের পক্ষ নিয়ে তার ভাতিজা মোংলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার গত ৩০ ডিসেম্বর নির্বাচনী পথসভায় নারী নেতৃত্ব হারাম বলে রাষ্ট্র ও সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে দেশের প্রধানমন্ত্রীসহ সকল নারী সমাজকে অপমান ও অসম্মান করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী, সংসদের উপনেতা, স্পিকারসহ বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্য নারী। সেখানে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিনাভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে কিভাবে এমন বক্তব্য রাখেন। এমন বক্তব্যের জন্য তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোংলা পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইস্তুতি সরকার, বুড়িরডাঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুজাতা দাশ, সাধারণ সম্পাদক কবিতা রায় ও স্থানীয় সাবেক ইউপি সদস্য মৃদুকা বাছাড়সহ অন্যরা।

(এস/এসপি/জানুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test