E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

২০২৪ জানুয়ারি ১৪ ১৮:২৪:০৪
নাগরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : নাগরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। 

রবিবার (১৪ জানুয়ারি) সকালে ঘন কুয়াশার কারণে ওই দুর্ঘটনা দুটি ঘটে। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর উপর ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়। তারা হচ্ছেন- নাগরপুর উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাবের ছেলে শাকিল মিয়া(১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। তারা দুজনেই পাশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে কেদারপুর শেখ হাসিনা সেতুর এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছিল না। মোটরসাইকেলের চালক ও ট্রাক পরস্পর বিপরীত দিক থেকে দেখতে না পারায় মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের স্বজনরা থানায় এসেছে। তাদের চাহিদা অনুযায়ী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

(এসেম/এসপি/জানুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test