E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটালীপাড়ায় ৭ হাজার ১৭০ কম্বল বিতরণ 

২০২৪ জানুয়ারি ১৭ ১৬:২৯:৪৮
কোটালীপাড়ায় ৭ হাজার ১৭০ কম্বল বিতরণ 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭ হাজার ১৭০ কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, এ পর্যন্ত আমরা দু’ দফায় সরকারি ভাবে ৬ হাজার ৭ শত ২০টি কম্বল পেয়েছি। প্রথম দফায় পেয়েছি ৫ হাজার ৪ শ’টি। দ্বিতীয় দফায় পেয়েছি ১ হাজার ৩শ’ ২০টি। এই কম্বল আমি ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ভাগ করে দিয়েছি। এর পরে আমি বেসরকারি ভাবে ৪ শ’ ৫০ টি কম্বল পেয়েছি। এই কম্বলগুলো বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ও মাদ্রাসা এবং এতিম খানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ উপজেলায় আমরা একটি দরিদ্র মানুষকেও শীতে কষ্ট পেতে দেব না। সরকারি বা বেসরকারি যে ভাবেই হোক আমরা প্রতিটি শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো।

কোটালীপাড়া উপজেলায় গত কয়েক দিনের প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তা-ঘাট, হাট-বাজারে কমে গেছে লোক সমাগম। জরুরী প্রয়োজন ছাড়া মানুষই ঘর হতে বের হচ্ছেন না। আর এই শীতার্তদের শীত নিবারণে কাকডাকা ভোরে দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করছেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন।

আজ বুধবার ভোরে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন কুরপালা আশ্রয়ণ প্রকল্পে অর্ধ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন নারিকেল বাড়ি দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test