E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০-এর নিচে তাপমাত্রা

দিনাজপুরে প্রাথমিকে পাঠদান বন্ধ, সিদ্ধান্তহীনতায় মাধ্যমিক

২০২৪ জানুয়ারি ১৮ ১৮:৫২:৩৩
দিনাজপুরে প্রাথমিকে পাঠদান বন্ধ, সিদ্ধান্তহীনতায় মাধ্যমিক

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে দেশের সর্বোনিন্ম তাপমাত্রায় প্রাথমিকে পাঠদান বন্ধ থাকলেও মাধ্যমিক বিদ্যালয় খোলা রয়েছে। মাধ্যমিক বিদ্যালয় খোলা না বন্ধ থাকবে তা আগামি রবিবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, দিনাজপুর শীতের প্রকোপে প্রাথমিকে পাঠদান বন্ধ আছে। মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে।

দিনাজপুরে মৃদু শৈত্য প্রবাহে ১০ দিন ধরে টানা শীতের প্রকোপ চলছে। সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে। তবে দিনাজপুরে প্রাথমিকের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকলেও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ বিষয়ে দিনাজপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জানান, 'দিনাজপুরে দেশের সর্বোনিন্ম তাপমাত্রা হলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়েছে। এখন ১৩/১৪ ডিগ্রি সেলসিয়াস। দুইদিন যেহেতু শুক্রবার ও শনিবার রয়েছে,স্কুল বন্ধ থাকবে কি না তা রোরবার সিদ্ধান্ত নেয়া হবে।'

এই প্রচণ্ড ঠান্ডা ও হাড়কাঁপানো শীতে ঘর থেকে বের হতে না পারায় বিপাকে পড়েছেন মানুষ । তাই শীতের তীব্রতা না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথাই বলছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা ও ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকে সূর্যের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে। তবে রোদের তেমন একটা তাপ নেই।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় সরকারি নির্দেশনা মেনে জেলার প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।

তিনি জানান,, স্কুল খোলা রাখা আছে। শিক্ষকেরা স্কুলে যাবেন। তবে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রেণিতে পাঠদান বন্ধ থাকবে। এতে শীতের প্রকোপ থেকে রক্ষা পাবে কোমলমতি শিশুরা।'

নাম জানাতে অনিচ্ছুক মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক বলেন, নির্দেশনা না পাওয়ার কারণে বিদ্যালয় চলছে। নির্দেশনা পেলে তা কার্যকর করা হবে।

অপরদিকে কিন্ডার গার্টেন ও মিশনারী স্কুল গুলো খোলা দেখা গেছে। এগুলোর ব্যাপারে কেউ কোন কথা বলতে রাজি হয়নি।

(এসএস/এসপি/জানুয়ারি ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test