E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে এক যুবক ও গৃহবধূর লাশ উদ্ধার

২০২৪ জানুয়ারি ১৯ ১৬:৫২:৪৫
নবীনগরে এক যুবক ও গৃহবধূর লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাদ্দাম হোসেন (২৭) ও নীলুফা আক্তার (২১) নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর বিল থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় সাদ্দাম ও কাইতলা ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রাম থেকে নীলুফারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, 'উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লাশ দুটি আজ সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে।'

পুলিশ জানায়, সাদ্দাম হোসেম পেশায় একজন দিন মজুর ছিল। সে পাশ্ববর্তী বিদ্যাকুট গ্রামের আবদুস সাত্তার মিয়ার সন্তান। তবে সে একই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করত। তার দুটি শিশু সন্তান আছে। সকালে কৃষ্ণনগরের আশরাফপুর বিলে সাদ্দামের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসি। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে সকালে উপজেলার নারুই ব্রাহ্মণহাতার ফজর আলীর বাড়ির নীলুফার আক্তার (২১) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নীলুফার স্বামী রবিউল্লাহ (২৪) স্থানীয় বাজারে ব্যবসা করে। নীলুফার একই উপজেলার শিবপুর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের মুজিবুর রহমানের কন্যা। নীলুফারের ৩ মাস বয়সী এক পুত্র সন্তান আছে। পারিবারিক কলহের জের ধরে নীলুফা আত্মহত্যা করেছে বলা হলেও, নীলুফার বাবার বাড়ি থেকে এটিকে 'হত্যাকান্ড' বলে দাবী করা হচ্ছে।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল কার্তি দাশ বলেন, 'প্রাথমিক তদন্তে সাদ্দামকে শ্বাসরোধ করে হত্যা এবং নীলুফার আত্মহত্যা করেছে বলেই মনে হচ্ছে। তবে নীলুফারের বাবার বাড়ি থেকে এটিকে 'হত্যাকান্ড' দাবী করা হচ্ছে।'

তিনি আরও জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা!

(জিডি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test