E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা

২০২৪ জানুয়ারি ২০ ১৬:৩৮:৪৩
গাইবান্ধায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এর আগে ১৮ জানুয়ারী বৃহস্পতিবার ফজর নামাজ পর ভারত থেকে আগত মাওলানা মুরুব্বী মোহাম্মাদ হেদায়েত হোসেন খান-এর আম বয়ানের মধ্যদিয়ে জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 

গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের উদ্যোগে তিনদিন ব্যাপী এবারের জেলা ইজতেমা পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরবাজার এলাকায় বিস্তীর্ণ ফসলের খালি মাঠ জুড়ে শুরু হয়। এতে গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে এসে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করেছেন। ইজতেমায় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা তাবলীগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন।

তিন দিনের ইজতেমায় ইসলামী জীবন বিধান-ধর্মীয় আলোকে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি এবং মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি, শান্তি ও ঐক্যসহ বিশ্ব মানবতার মুক্তি কামনায় বয়ান পেশ করবেন ভারত থেকে আগত মাওলানা. মুরুব্বী মোহাম্মাদ হেদায়েত হোসেন খান, ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আজিমুদ্দিন ও মুফতি মাওলানা আজিজসহ অন্যান্যরা।

মাঠের চারদিকে পুলিশি নিরাপত্তায় কন্ট্রোলরুমসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এবারের ইজতেমায় ভারত, শ্রীলংকা, কেনিয়া ও উগান্ডা থেকে মুসল্লীরা অংশ গ্রহণ করেন।

আজ শনিবার দুপুরে আখেরি মোনাজাতে জেলা তাবলীগ জামাত, আগত তাবলীগ জামাতের মেহমানগণ ও জেলার স্থানীয় হাজার হাজার মুসল্লিগণ অংশ নেন। এছাড়াও জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, সদর থানা অফিসার ইনর্চাজ মাসুদ রানা, পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, জেলা গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেন।

(আরআই/এসপি/জানুয়ারি ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test