E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৮  শিক্ষার্থী পেল মেধা বৃত্তি

২০২৪ জানুয়ারি ২১ ১৩:২৯:৪৩
গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৮  শিক্ষার্থী পেল মেধা বৃত্তি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারীর  আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে।

রবিবার মুকসুদপুরের বাটিকামারীতে ফাউন্ডেশন কার্যালয়ে সংগঠনটির আয়োজনে  বাটিকামারী উচ্চ বিদ্যালয় ও কলেজে, কহলদিয়া উচ্চ বিদ্যালয় এবং  লোহাইড় দারুলউলুম ফাজিল মাদ্রাসার ৪৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ টাকা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

মেধা তালিকায় প্রথমস্থান অধিকারীকে ৮ হাজার টাকা, দ্বিতীয় অধিকারীকে ৬ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও খায়রুল বাকী শরীফের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম, মুকসুদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন, বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাওলাদার মোহাম্মদ ইকরাম, লোহাইড় দারুলউলুম ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শফিকুল ইসলাম শরীফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী নূর হোসেন মুকুল, শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মামুন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সাফায়েত হোসেন ঢালী, কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন পাল প্রমুখ বক্তব্য রাখেন ।

এরআগে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদন্নোতি পাওয়ায় ফাউন্ডেশনের সদস্যদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেনের সফলতার গল্প তরুন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। তারা ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন।

ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন যেমন ছাত্র জীবনে মেধাবী শিক্ষার্থী ছিলেন, তারচেয়েও তিনি একজন আপাদমস্তক ভাল মানুষ। তাই এ ফাউন্ডেশন সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা সহ সবক্ষেত্রে আবদান রাখছে। মানুষরে পাশে থেকে সেবা করছে।

(এমএস/এএস/জানুয়ারি ২১, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test