E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরেণ্য চিত্রশিল্পী মাহমুদুল হকসহ রামপালে ৩ গুণীজনের স্মরণসভা 

২০২৪ জানুয়ারি ২১ ১৮:২৮:০২
বরেণ্য চিত্রশিল্পী মাহমুদুল হকসহ রামপালে ৩ গুণীজনের স্মরণসভা 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বরেণ্য চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল হক, শিক্ষাবিদ নূরুল হক ও রামপাল-মোংলায় মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিলের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে তিন গুনীজনের জন্মস্থান বাগেরহোটের রামপাল উপজেলার শ্রীফলতলা সামাজিক সংগঠন আমাদের গ্রাম কার্যালয় মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

আমাদের গ্রাম পরিচালক রেজা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন, মাহমুদুল হকের সহধর্মিণী শিখা মাহমুদ, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম, নাহিদা পারভীন, বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আমাদের গ্রাম সমন্বয়কারী শেখ সাদীসহ বক্তারা সমাজে তাদের অবদান তুলে ধরে বলেন, রামপালে জন্ম নেয়া বরেণ্য তিন গুণিজনের সাফল্যগাথা তুলে ধরে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মাহমুদুল হক জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তার তুলির আঁচড়ে সমাজের নানান চিত্র তুলে এনে বাঙালী সাংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, সমাজের নানান অসংগতি তার সৃজনশীল চিত্র কর্মে স্থান পেয়েছে।

শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূরুল হক এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে মুজিব বাহিনীর প্রধান হিসেবে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল রামপাল- মোংলাকে শত্রুমুক্ত করেন। যুদ্ধ শেষে সামাজিক আন্দোলনে নের্তৃত্ব দিয়ে রামপাল উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হকসহ ৩ গুণীজনের স্মরণসভা ছাড়াও দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় রামপালের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

(এস/এসপি/জানুয়ারি ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test