E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপিকে প্রথম পেলাম’

২০২৪ জানুয়ারি ২২ ১৬:১২:৫৭
‘আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপিকে প্রথম পেলাম’

ঈশ্বরদী প্রতিনিধি : ‘দুই বছর যাবত চেয়ারম্যান হয়েছি। এযাবত প্রতি মাসেই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোন সভাতেই এমপিকে পাইনি।  এই প্রথম নবনির্বাচিত মাননীয় এমপি গালিব শরীফকে পেলাম। তাই আজকে আমার খুবই ভালো লাগছে।’

সোমবার (২২ জানুয়ারি) ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল খালেক মালিথা তার বক্তব্য উপস্থাপনকালে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ একইভাবে বলেন, ‘বিগত তিন বছরে কোনদিনই এমপি সাহেব আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন না। নবাগত তারুণ্য উদীপ্ত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ নির্বাচিত হয়ে প্রথম আজকের সভায় উপস্থিত হওয়ায় আমার খুবই ভালো লাগছে।’

মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের নবনির্বাচিত এমপি গালিবুর রহমান শরীফ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি গালিব শরীফ সকলকে সমন্বয় করে কাজ করার আহবান জানিয়ে বলেন, আজকের সভায় কয়েকজন সরকারি কর্মকর্তা অনুপস্থিত রয়েছে। পৌরসভার মেয়রসহ কয়েকজন জনপ্রতিনিধিও সভায় আসেননি। ভবিষ্যতে সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়ে ঈশ্বরদীর উন্নয়নকে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) টি এ রাহসিন কবীর, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।

বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পাকশীর চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, ছলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার, এস এম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন, মাদকদ্রব্যের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, রেল নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ হোসেন প্রমূখ।

সভায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test