E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আজকে মালিকের ওপর হামলা হয়েছে কাল আমাদের ওপর হবে না এর নিশ্চয়তা কে দিবে’

২০২৪ জানুয়ারি ২২ ১৮:২৮:৫০
‘আজকে মালিকের ওপর হামলা হয়েছে কাল আমাদের ওপর হবে না এর নিশ্চয়তা কে দিবে’

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনায় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছগিরের হোসেন ও তার পরিবারের উপর অতর্কিত হামলা ও বাস মালিক সমিতিতে ভাঙচুরের কারনে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরিন ও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ করে, বাস চালক ও বাস শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্ম ঘাটের ডাক দিয়েছেন। 

এ ঘটনার বিষয়ে বাস শ্রমিকরা বলেন, আমাদের সংসার চলে যার উপর নির্ভর করে তার উপর এভাবে যে হামলা হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। আজকে মালিকের উপর হামলা হয়েছে কাল আমাদের উপর হবে না এর নিশ্চয়তা কে দিবে।যতক্ষণ পর্যন্ত এই হামলাকারীদের গ্রেফতার ও বিচার না হবে ততদিন পর্যন্ত আমাদের এ ধর্ম ঘাট চলবে ।

তবে হটাৎ এরকম ধর্ম ঘাট ডাক দেওয়ায় বিপাকে পড়েছে যাত্রী সাধারণ। তারা বলেন, হঠাৎ করে এভাবে ধর্ম ঘাট ডাকায় আমরা কিছু জানতাম না। আমরা বাসা থেকে দূর দূরান্তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি গুরুত্বপূর্ণ কাজও রয়েছে, এখনতো আর ফিরে যাবার সুযোগও নেই আর বরগুনা থেকে কোথাও যেতে তেমন কোন বিকল্প উয়পয়ও নেই, তারা যদি আগে আমাদের একটু জানাতো তবে বিকল্প উয়পয় কিছু একটা বেছে নেওয়া যেত।

এ ধর্মঘাটের বিষয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা সচরাচর বাসেই চলাচল করি। হঠাৎ এরকম বন্ধ হওয়ায় আমাদের যাতায়াত ও লেখাপড়ার উপরও একটা প্রভাব পরবে।

এ বিষয়ে বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রাত সাড়ে দশটার দিকে একদল সন্ত্রাসী আমাদের বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এর উপর হামলা চালায়। এসময় তার স্ত্রী ও সন্তানরাও ছিলো। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য বরিশালে রয়েছেন। এই জেড়ে বাস মালিক সমিতি ও শ্রমিকরা সকল ধরনের বাস চলাচল বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

তবে হামলার ব্যাপারে জানতে চাইলে বাস মালিক সমিতির পক্ষ থেকে সহ সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কবির গণমাধ্যমকে বলেন,গতকাল সন্ধ্যায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন শিপন জোমাদ্দারের বরগুনা ০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু (এমপি)-কে শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার কিছু ছেলে-পান টানাতে আসলে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের নিজস্ব জিপ গাড়িতে ব্যানার পড়ায় তিনি তাদের বসিয়ে রাখে এবং যারা ব্যানার টানাতে পাঠিয়েছে তাদের খবর দিতে বলে। পরবর্তীতে শিপন জোমাদ্দারের নেতৃত্বে বশির, টিটু জোমাদ্দার সহ ১০-১৫ জন এসে ঘটনা স্থানে উপস্থিত হয় এবং তার উপর হামলা এবং অফিস ভাংচুর করেন।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এবিষয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরিষামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হোসেন শিপন জমাদ্দারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুর পক্ষে বাসস্ট্যান্ডে একটি ফ্যাস্টুন লাগানোর সময় বাস মালিক সমিতির সেক্রেটারির গাড়ির সংগে ঘষা লাগায় একজন শ্রমিককে মারধর ও গালিগালাজ এবং তাকে অফিস কক্ষে আটকে রাখার জেরে উত্তেজিত শ্রমিকরা ছাড়িয়ে আনতে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন,জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জোমাদ্দারের নেতৃত্ব এ হামলা ঘটেছে। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত চলবে এই ধর্মঘট।

এব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাতে ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে দেয়া হয়। হামলা ও ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

(এসএস/এসপি/জানুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test