E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযুদ্ধে পাকিস্তানি আঘাতের চিহ্ন 

অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেলো টাঙ্গাইলে 

২০২৪ জানুয়ারি ২২ ১৮:৫২:৫৬
অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেলো টাঙ্গাইলে 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যবহার করা পাকিস্তানি বিমান বাহিনীর একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) ঘাটাইল থানার বাউন্ডারি দেয়াল সংলগ্ন স্থান থেকে এটি উদ্ধার করা হয়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা খুঁটি পোঁতার জন্য খনন কাজ করার সময় অবিস্ফোরিত শেলটি খনন যন্ত্রের সঙ্গে উঠে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার পরিদর্শক তদন্ত সজল খান।

পুলিশ ও খনন কাজে নিয়োজিত বিদ্যুৎ বিভাগের কর্মীরা জানায়, ঘাটাইল থানার বাউন্ডারি দেয়াল সংলগ্ন স্থানে সকাল ১০ টার দিকে বিদ্যুতের খুঁটি পোঁতার জন্য খনন কাজ করছিলেন পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মী। এ সময় খনন যন্ত্রের সঙ্গে লোহা সাদৃশ্য একটি বস্তু উঠে আসে। খনন যন্ত্রটি নাড়াচাড়া করলে বস্তুটি পুনরায় মাটির গর্তে পড়ে যায়। দেখতে অস্বাভাবিক এবং শেলের মতো হওয়ায় ঘটনাটি দ্রুত তারা পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে শেলটি উদ্ধার করে থানায় নিয়ে রাখে। পরে বিষয়টি ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন পুলিশ। পরে সেনাবাহিনীর একটি টিম অবিস্ফোরিত শেলটি পর্যবেক্ষণ করে জানান এটি ১৯৭১ সালে পাকিস্তানি বিমান বাহিনীর ব্যবহার করা শেল।

ঘাটাইল থানার পরিদর্শক তদন্ত সজল খান বলেন, অবিস্ফোরিত শেলটি থানায় রাখা আছে। এরই মধ্যে সেনাবাহিনীর একটি টিম এসে পর্যবেক্ষণ করেছেন। তাদের ভাষ্য, শেলটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। সম্ভবত এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যবহার করা পাকিস্তানি বিমান বাহিনীর শেল।

তিনি আরও বলেন, শেলটি নিষ্ক্রিয় না সক্রিয় তা পরীক্ষা করে দেখার জন্য সেনাবাহিনীকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

(এসএম/এসপি/জানুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test