E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে মঙ্গল ও বুধবার প্রাথমিক-মাধ্যমিক বন্ধ ঘোষণা

২০২৪ জানুয়ারি ২২ ১৯:১৩:৫৬
দিনাজপুরে মঙ্গল ও বুধবার প্রাথমিক-মাধ্যমিক বন্ধ ঘোষণা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর নিচে থাকায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম দুইদিন মঙ্গল ও বুধবার বন্ধ ঘোষনা করা হয়েছে। 

দিনাজপুরে সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বাতাসের গতি ২ নটস। সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও বদলগাছিতে ৮.১ ডিগ্রী সেলসিয়াস।
এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। বাতাসের গতি ২ নেটস।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে ।এতে শীতের তীব্রতা বাড়বে।

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সকল স্কুলের পাঠদান বন্ধ রাখলেও অন্যান্য অফিসিয়াল কার্যক্রম চালু আছে। তিনি বলেন,জেলায় এক হাজার ৮৭০ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সব বিদ্যালয়গুলো আগামি দুইদিনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে আজ সোমবার বিকেলে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গল ও বুধবার (২৩ ও ২৪ জানুয়ারি) জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে সোমবার সকাল ৯ টায় তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও
সকাল ১০টার পর থেকে তাপমাত্রা বাড়ার কারণে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো আজকের জন্য বন্ধের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে জেলা প্রশাসনের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে মঙ্গল ও বুধবার দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, জেলায় মাধ্যমিক পর্যায়ের ৭০০টি বিদ্যালয় রয়েছে।সব বিদ্যালয়ে দুইদিন পাঠ দান বন্ধ থাকবে।তবে অন্যান্য কার্যক্রম চলবে।

প্রসঙ্গগত: গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনায় জানায়, কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেই জেলায় বিদ্যালয় বন্ধ রাখা যাবে।

এ কারণে মঙ্গল ও বুধবার জেলার সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন।

(এসএস/এসপি/জানুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test