E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় ১৮ টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কঠোর নির্দেশ

২০২৪ জানুয়ারি ২৪ ০০:১২:৪৬
বরগুনায় ১৮ টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কঠোর নির্দেশ

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা জেলার ১৮টি অনিবন্ধিত  ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তাদের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করে নোটিশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে বামনা ডৌয়াতলার সেই সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নাম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফজলুল হক। ইতিমধ্যে এ কার্যক্রমের অংশ হিসেবে দুটি ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারী তারিখের স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী, যে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেনি বা আবেদন করেছেন কিন্তু নিবন্ধন এখনো পায়নি এরকম জেলার আমতলী উপজেলায় ২টি, বামনা উপজেলায় ৫টি, বরগুনা সদর উপজেলায় ৪টি, পাথরঘাটা উপজেলায় ৫টি ও তালতলী উপজেলায় ২টি মোট ১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সনাক্ত করে তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদেরকে এ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা পেয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে আমতলী উপজেলার অনিবন্ধিত "সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল নামের দুইটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আবদুল মনয়েম সাদ।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আবদুল মনয়েম সাদ মুঠোফোনে জানান, গতকাল আমরা অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশনা হাতে পেয়েছি, আজকে সকালে আমতলী উপজেলার দুটি অনিবন্ধিত ক্লিনিকের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফজলুল হক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে আমতলীর দুটি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়ার খবর পেয়েছি। বাকিগুলোর বিরুদ্ধেও দ্রুত এ নির্দেশনা বস্তবায়ন করা হবে। এছাড়াও বরগুনা জেলার প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে যথাযথ মনিটরিং এর আওতায় আনা হবে বলে জানান তিনি।

(এসএস/এএস/জানুয়ারি ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test