E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠিতে সেলাই প্রশিক্ষণ শুরু

২০১৪ নভেম্বর ১২ ১১:৩৫:২৭
ঝালকাঠিতে সেলাই প্রশিক্ষণ শুরু

ঝালকাঠি প্রতিনিধি :বেসরকারি সংস্থা ‘ডাক দিয়ে যাই’ ইউপিপি উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় অতিদরিদ্র পরিবারের নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ঝালকাঠিতে মঙ্গলবার মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা প্রোগ্রামের এ কার্যক্রম বাস্তবায়ন করছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান হোসেন খান প্রধান অতিথি ও ডাক দিয়ে যাই এর প্রধান সমন্বয়কারী উজ্জ্বল কুমার দত্ত বিশেষ অতিথি ছিলেন।

স্থানীয় শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্প সমন্বয়কারী মোঃ শাহনেওয়াজ, আঞ্চলিক ম্যানেজার মোঃ বাবুল মুন্সী ও প্রোগ্রাম অফিসার দীপংকর বেপারী বক্তৃতা করেন।

২৫ জন নারী এতে অংশ নিচ্ছেন। তাদেরকে দর্জি বিজ্ঞান সম্পর্কে ধারণা দেয়া এবং বিভিন্ন ধরনের পোশাক তৈরি বিষয়ে হাতে-কলামে প্রশিক্ষণ দেয়া হবে।

(ওএস/এসসি/ নভেম্বর ১২,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test