E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্স বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্স

২০২৪ জানুয়ারি ২৪ ১৯:৫৬:৪৩
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্স বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্স

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার ১৩টি স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে প্রথমবারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২৪ জানুয়ারি বুধবার দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে মাসিক সমন্বয় সভা শেষে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন হাতে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দেন কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকরা। সঞ্চালনায় ছিলেন ডা. এস এম তারেক আনাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবাদানে মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন গড়ে প্রায় ৬০০-৭০০ রোগী এ হাসপাতালের বহির্বিভাগে সেবা নিতে আসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন যোগদানের পর থেকে বিভিন্ন সেবা কার্যক্রমে প্রাণ ফিরে আসে। সেবার মানে জাতীয় পর্যায়ে দশম, ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে এই কমপ্লেক্সটি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, বাজিতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সেবা দানে জেলায় প্রথম স্থান অর্জন করার পাশাপাশি যক্ষার কার্যক্রমে প্রথম ও ভায়া স্ক্যানিংয়ে প্রথম স্থান করে ।

তিনি বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবক-সেবিকাসহ সবার পরিশ্রম আর আন্তরিকতা আজকের এই অবস্থান। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সব ধরনের রোগীদের আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সেবার মাধ্যমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিকে আরো অনেক দূর এগিয়ে নিতে।

তিনি আরো বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেয়েছি। এটা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চেষ্টা করে যাবো।

(এসএস/এএস/জানুয়ারি ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test