E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যা মামলায় হোসাইন গ্রেফতার

২০২৪ জানুয়ারি ২৫ ১৭:৪১:২৫
ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যা মামলায় হোসাইন গ্রেফতার

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যা (ডাবলমার্ডার) মামলার আসামী হোসাইন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রাম অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হোসাইন কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের এমদাদ মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ফুকরা এলাকায় অভিযান চালিয়ে হোসাইনকে গ্রেফতার করেন। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা আরো জানান, হোসাইন এরআগে তার আপন বড় ভাই মোরাদ হোসেন মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেছিল। সেই মামলায় দীর্ঘ দিন হাজত বাস করেন হোসাইন। জামিনে বেরিয়ে দেড় মাস পন ভাবি-ভাতিজাকে অগুন দিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে পালিয়েছিলেন । পারিবারিক বিরোধের পাপশাপাশি মমলা মকর্দমায় ক্ষিপ্ত হয়ে হোসেইন এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

জানাগেছে, গত ৬ জানুয়ারি রাতে বড় ভাই মোরাদ মিয়ার বসত ঘরে পেট্রোল ঢেলে আপন ভাবি ফাতেমা বেগম (৩২) ও ৭ মাস বয়সী ভাতিজা আব্দুর রহিমকে পুড়িয়ে হত্যার চেষ্টাকরে হোসাইন। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে শিশু আব্দুর রহিম মারা যায়। এর কিছুদিন পর অগ্নিদগ্ধ ফাতেমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারাযায়। এ ঘটনায় নিহত ফাতেমা বেগমের স্বামী মোরাদ মিয়া বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test