E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ উদ্বোধন

২০২৪ জানুয়ারি ২৬ ১৮:০১:১৯
বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ উদ্বোধন

রাজন্য রুহানি, জামালপুর : দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে শুরু হলো জামালপুর পৌরসভার বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (সপ্রাবি) ভবন নির্মাণের কাজ।

দ্বিতল ফাউন্ডেশনযুক্ত এ ভবনটির নির্মাণ কাজ শুক্রবার (২৬ জানু্য়ারি) থেকে শুরু হয়েছে। ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি উসমান গণি, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, পিটিএ সভাপতি ছোহরাব হোসেন, ঠিকাদার শেখ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী বদরুজ্জামান প্রিন্স, এলাকার মুরব্বী একেএম ফজলুর রহমান, ফারুক হোসেন, উদয়ন ক্লাবের সদস্য সাজন, রিমন, মজিদ প্রমুখ।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল পিএডিপি-৪ প্রকল্পের আওতায় ৫৬ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ ৯ মাসের মধ্যে সম্পন্ন করা হবে।

উল্লেখ, জামালপুর পৌরসভার সবচেয়ে পিছিয়ে পড়া এলাকা বামুনপাড়ার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ালেখার মান তুলনামূলক ভালো হলেও জায়গার সংকুলান না হওয়ায় দুই শতাধিক ছাত্রছাত্রী ভোগান্তির শিকার হয়ে আসছিলো। বিদ্যালয়ের ছয়জন শিক্ষক প্রতিকূলতার মধ্যেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সাংবাদিক জাহাঙ্গীর সেলিম বলেন, নানামুখি তদবির, তৎপরতার পর ভবনের জন্য বরাদ্দ আসে। তিনি দ্রুত সময়ে কাজটি শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিছার এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের সংযোগ সড়কটি মেরামত করা হলে বর্ষা মৌসুমে শিক্ষক, ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তির হাত থেকে রক্ষা পেতো। তিনি ভবন নির্মাণের জন্য শিক্ষা বিভাগ ও এলজিইডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(আরআর/এসপি/জানুয়ারি ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test