E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫টি দলের অংশগ্রহণে মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০২৪ জানুয়ারি ২৭ ১৫:১৪:৩১
৫টি দলের অংশগ্রহণে মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে এই কাবাডি প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) ।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, "একজন পুলিশ সদস্য’র যেমন শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়, কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়। খেলায় হার-জিত থাকবেই এটা খেয়াল রেখে খেলোয়াড়দের পেশাদারিত্বের সাথে খেলতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটার ছাপ খেলাতেও থাকবে বলে আমি প্রত্যাশা করি।"

কাবাডি খেলায় সিলেট রেঞ্জের ৪টি জেলা এবং সিলেট আরআরএফসহ মোট ৫ টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(একে/এএস/জানুয়ারি ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test