E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে ৭১ শিক্ষার্থীর হাতে ‘বই উপহার’ তুলে দিল ৭১ পাঠচক্র

২০২৪ জানুয়ারি ২৭ ১৭:১০:৪৮
নবীনগরে ৭১ শিক্ষার্থীর হাতে ‘বই উপহার’ তুলে দিল ৭১ পাঠচক্র

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : 'নিজে বই পড়ি, পারিবারিক পাঠাগার গড়ি' এমন একটি শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ২০২২ সালের ৪ মে প্রতিষ্ঠিত হয় বহুল আলোচিত বই পড়ার সংগঠন ৭১ পাঠচক্র।

শনিবার (২৭ জানুয়ারি) সেই '৭১ পাঠচক্র'র উদ্যোগে এক নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত এক অনুকরণীয় ও প্রাণবন্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৭১ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হল 'বই উপহার'। গুণীজনদের উপস্থিতিতে চমৎকার ও গুছানো এ অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিভিন্ন লেখকের ৫টি করে প্রায় চার'শ বই তুলে দিয়ে অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করলো ৭১ পাঠচক্র ও ৭১ গণগ্রন্থাগার।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ কামরুল হুদা পথিক এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন।
এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম।

সাপ্তাহিক নবীনগর এর সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় ব্যতিক্রমী এ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে 'আমন্ত্রিত অতিথি' হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস, বিশিষ্ট নজরুল ও মলয়া গবেষক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যজন ইকবাল আহমেদ, চ্যানেল আই'র নির্বাহী প্রযোজক (সংবাদ) শান্ত মাহমুদ, সময় টিভির বার্তা বিভাগের সর্দার মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর শিফাতুল শিবলী, বাঞ্ছারামপুর শেখ হাসিনা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ, সাংবাদিক সঞ্জয় সাহা, কবি ফখরুল আলম মুক্তি, প্রভাষক দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রায় সাড়ে তিনঘন্টা ধরে চলা এ প্রাণবন্ত অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন কবি শামশাম তাজিল, কণ্ঠশিল্পী জাকির হোসাইন ও রাজু আচার্য, আবৃত্তিশিল্পী হামিদুল হুদা স্টেভান, আজমাইল আদিল, ফারিহা আহমেদ প্রমুখ। সঙ্গীতে তবলা সঙ্গত করেন তবলা শিল্পী নীপু সাহা।

বক্তারা বহুদিন পর এমন একটি 'কোয়ালিটি সম্পন্ন' অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করে আজকের 'বই উপহার' অনুষ্ঠানটি কোন একদিন সকলের সার্বিক সহযোগিতায় এটি 'বই বিতরণের মহোৎসব' এ পরিণত হবে বলে দৃঢ়তার সাথে অভিমত ব্যক্ত করেন।

(জিডি/এসপি/জানুয়ারি ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test