E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘১৫ বছর আগে বাঙ্গালী সাংস্কৃতি যাদুঘরে তুলে রাখা হয়েছিলো’

২০২৪ জানুয়ারি ২৮ ১৮:৪৪:২৫
‘১৫ বছর আগে বাঙ্গালী সাংস্কৃতি যাদুঘরে তুলে রাখা হয়েছিলো’

শাহ আলম শাহী, দিনাজপুর : নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৫ বছর আগে নজরুল সংগীত এবং বাঙ্গালী সাংস্কৃতি যাদুঘরে তুলে রাখা হয়েছিলো। কিন্তু, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাজার বছরের বাঙালী সাংস্কৃতি লালন এবং চর্চা করে বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছে। বাংলাদেশে আজ বিশাল পরিধি বাঙ্গালী সাংস্কৃতি বিরাজ করছে। শিল্পীদের মূল্যায়ন হয়েছে। 

রবিবার (২৮ জানুয়ারি) সকালে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর কালিয়াগঞ্জ শালবনে তিন দিনব্যাপী লোক চেতনায় জাতীয় চারণ কবি উৎসব ২০২৪ এর উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এসময় বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার বৈদেশিক, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়সহ অন্যরা বক্তব্য রাখেন।

নৌ-প্রতিমন্ত্রী আরো বলেন, ১৫ বছর আগে ফিরে তাকালে দেখবেন, যারা নজরুলগীতি,ভায়াইয়া,বাউল শিল্পী, কবি গান গায়, তাদের কোন জায়গা ছিলোনা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের জায়গা আবার তৈরি হয়েছে। তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন। মর্যাদা ফিরেছে। সেই মর্যাদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের দিয়েছিনেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্ম দিয়ে শিল্পীদের মর্যাদা বৃদ্ধি করে ছিলেন। কিন্তু, ৭৫'র পর্বতীতে জিয়া এবং খালেদা ক্ষমতায় এসে সব উল্টল-পাল্ট করে দিয়েছিলো।

‘আমরা এক সময় দেখেছি, আমাদের ছায়াছবির নামগুলো বাংলায় ছিলো। যেমন ' অবুঝ মন,নীল আকাশের নীচে, সারেঙ্গং বউ।এর পর আমরা দেখলাম-বিদেশী সংস্কৃতি চলে আসলো।ছায়াছবির নাম পালটে হলো, আবে-হায়াত, সওদাগর, তুফান। এইভাবেই আমাদের সংস্কৃতিকে বিকৃতি করে দেয়া হয়েছিলো। আমরা এখন আমাদের সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি।'

তিন দিনব্যাপী এ লোক চেতনায় জাতীয় চারণ কবি উৎসব ২০২৪ এ বাংলাদেশ ও ভারতের প্রায় পাঁচ শতাধিক বাউল শিল্পী, চারণ কবি ও গায়েন সরকার অংশ নিচ্ছেন।

(এসএস/এসপি/জানুয়ারি ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test