E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

২০২৪ জানুয়ারি ২৯ ১৪:১৩:৫৬
নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুরের সুপরিচিত সামাজিক সংগঠন 'আলোকিত সমাজ সাতঘরহাটি' যুব সংগঠনের উদ্যোগে এলাকার শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে সাতঘর হাটির কৃতি সন্তান, ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো. হারুন আল-রশিদ এর অর্থায়নে এ সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

'আলোকিত সমাজ সাতঘরহাটি' যুব সংগঠনের আহবায়ক সাবেক ছাত্র নেতা এম. নাঈমুর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এলাকার কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম। এতে 'প্রধান বক্তা' ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নোয়াফের সভাপতি মো. সফিকুল ইসলাম শফিক।

একে এম জয়দুল হক ও শারমিনুল ইসলাম সাইফুল এর যৌথ সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, মো. আলাউদ্দিন খান, সাবেক ছাত্রনেতা ও বর্তমান আওয়ামীলীগ নেতা, নোয়াফের সহসভাপতি বিপুল চন্দ্র সাহা, নোয়াফের জেনারেল সেক্রেটারী, নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জহির রায়হান, মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এইচ.এম আল-আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মো. আবু কাউছার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক তারেক রহমান বাবু, সাতঘর হাটি দারুস সূন্নাহ্ ইসলামিয়া মাদ্রসার সহ-সভাপতি হাজী ছিদ্দিকুর রহমান মেম্বার, বাইশ মৌজা ছাত্র সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু কায়েছ মাষ্টার, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির, ডা. জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক দ্যা গ্লোবাল নেট পত্রিকার সম্পাদক মিঠু ধর চৌধুরীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

পরে এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে তাদের হাতে ক্রেষ্ট ও উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শেষের দিকে এলাকার অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজক সংগঠন 'আলোকিত সমাজ সাতঘরহাটি'র আহবায়ক, সাবেক ছাত্রনেতা এম নাঈমুর রহমান জানান,'এ ধরণের সামাজিক কর্মকান্ডসহ এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমাদের এ সংগঠনের উদ্যোগে ভবিষ্যতে আরও নান্দনিক বড় আয়োজন করার ইচ্ছে রয়েছে। আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, সাতঘরহাটির কৃতি সন্তান, বর্তমানে ফ্রান্স প্রবাসী আওয়ামীলীগ নেতা হারুণ আল রশিদ আমাদের পাশে থাকায় তাঁকে এলাকাবাসির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'

(জিডিএ/এএস/জানুয়ারি ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test