E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

২০২৪ জানুয়ারি ৩১ ০০:১৫:১৯
ঝিনাইদহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে শৈলকূপার শ্রীরামপুর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবস্থিত অবৈধ ১টি ইটভাটা ও হরিণাকুণ্ডুর আরেকটি ইটভাটা এস্কভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, এমন অভিযান জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। অভিযানের আওতাভুক্ত ইটভাটাগুলো হচ্ছে, শৈলকূপার মদনডাঙ্গার এইচআরবি ব্রিকস, হরিণাকুণ্ডুর ভাই ভাই ব্রিকস, একই উপজেলার আরাফ ব্রিকস, একতা ব্রিকস, সোহান ব্রিকস, রুমা ব্রিকস, এ জেড ডাব্লিউ ব্রীকস ও বিশ্বাস ব্রীকস।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলায় অবৈধ ভাবে শতাধিক ইটভাটা গজিয়ে উঠেছে, যার কোন বৈধতা নেই।

(একে/এএস/জানুয়ারি ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test