E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৮:৫০:৩৫
সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হয়েছে। শীতের কুয়াশামাখা সকালে উৎসবের আমেজে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলেমিশে এক মিলন মেলায় পরিণত হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডা. দিলারা বেগমের সভাপতিত্বে সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা'র সার্বিক পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এসময় কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং যেমন খুশি তেমন সাজো। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার মা, ডাক্তার, শিক্ষক, কবি সাহিত্যিক, ট্রাফিক সিগনাল, কৃষক শ্রমিক গায়ের বধূ সহ বিভিন্ন সাজে নিজেদেরকে উপস্থাপন করে। শিশুরা নাচে, গানে ও কবিতায় মুখরিত করে তোলে এসময় সকলে এক আড়ম্বরপূর্ণ পরিবেশ উপভোগ করতে থাকে এ যেন এক শিশুদের মিলন মেলা।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী শ্যামল রাহা, সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কার্তিক রং, পিজুষ মন্ডল, শাহনাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন,তাজমিন সুলতানা, সাজু রায়, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, রহিমা খাতুন, বিশ্বজিৎ দাস প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক রেবেকা সুলতানা ও আশরাফুল ইসলাম।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test