E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পলাশবাড়ীতে প্রবাসীর জমির গাছপালা কেটে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের চেষ্টা

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১৭:০৮:৪৫
পলাশবাড়ীতে প্রবাসীর জমির গাছপালা কেটে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের চেষ্টা

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ইতালি প্রবাসি আ: মতিন ফিরোজের জমিতে থাকা গাছ-পালা কেটে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই আইয়ুব আলীর বিরুদ্ধে। উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলিজোর গ্রামে এ ঘটনা ঘটেছে।

সরেজমিন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ইতালি প্রবাসি
আ: মতিন ফিরোজ ও তার অনুসারিদের সঙ্গে ভাগিশরীক মৃত আব্দুল জব্বারের পুত্র আইয়ুব আলী ও সবুজদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ৪ ফেব্রুয়ারি সকালে আইয়ুব আলী ও তার অনুসারিরা সংঘদ্ধ হয়ে প্রবাসির জমির অংশ যাহার খতিয়ান নং ২৯৩, জেএল নং ১০৪, দাগ নং ৬৩৬, ৮৩৯, জমি ১৫ শতক এর উপর থাকা বিভিন্ন জাতের গাছপালা ও বাঁশঝাড় জোরপৃর্বক কর্তন করে সেখানে বসতবাড়ি নির্মানের লক্ষে ইট বালি মজুদ করে। এসময় প্রবাসির অপর চাচাতো ভাই নজরুল ইসলাম বাদশা নিষেধ করায় তাকে বিভিন্ন ভয়ভীতি-হুমকি প্রদান করে। এ বিষয়ে তিনি তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এ ব্যাপারে আইয়ুব আলী ও তার অনুসারিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ চেষ্টা করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

(আরআই/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test