E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে পাউবো’র অপরিকল্পিত খাল খননে ভাঙছে সড়ক

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১৭:২৩:৫৫
বরিশালে পাউবো’র অপরিকল্পিত খাল খননে ভাঙছে সড়ক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর জলাবদ্ধতা নিরসনে বহুল কাঙ্খিত খাল খনন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ছয় কোটি তিন লাখ টাকা ব্যয়ে সাতটি খাল পুনঃখনন প্রকল্প শুরু হয়েছে গত বছরের ২২ ডিসেম্বর।

ইতোমধ্যে কয়েকটি খালের খনন কাজ প্রায় শেষের পথে। কিন্তু অপরিকল্পিতভাবে খাল খনন করায় সিটি করপোরেশনের সড়কে ফাঁটল দেখা দিয়ে ভেঙে পরেছে। এতে করে অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, পরিকল্পিত উন্নয়ন কর্মকান্ড না হওয়ায় খালপাড়ের বাসিন্দাদের চরম ক্ষতির মুখে পরতে হচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশন থেকে ভেঙে যাওয়া সড়ক সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে।

সূত্রমতে, নগরীর মধ্য থেকে প্রবাহমান মৃত ২২টি খালের মধ্যে প্রথম দফায় সাতটি খাল খনন প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। এরমধ্যে জেল খাল, সাগরদী খাল, রূপাতলী খাল, শোভা রানী খাল, ভাটার খাল, পলাশপুর খাল ও আমানতগঞ্জ খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ছয় কোটি তিন লাখ টাকা।

এরমধ্যে সাগরদী খালের নয় কিলোমিটার খননে বরাদ্দ করা হয় দুই কোটি ৬৭ লাখ টাকা, রূপাতলী খালের এক কিলোমিটার খননে ২৮ লাখ টাকা, চাঁদমারির দেড় কিলোমিটারের শোভা রানীর খাল খননে ৩২ লাখ টাকা, ভাটার খালের ১৬০ মিটার খননে চার লাখ টাকা, পলাশপুর খালের ১৭শ’ মিটার খননে এক কোটি ৩৫ লাখ টাকা, আমানতগঞ্জ খালের ২৫শ’ মিটার খননে এক কোটি নয় লাখ ও জেল খালের দুই কিলোমিটার খননে ২৮ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ আসে। আগামী ৩০ জুনের মধ্যে খননকাজ শেষ হওয়ার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে চাঁদমারি শোভা রানী খালের খননকাজ প্রায় শেষের পথে। সাগরদী ও পলাশপুর খালের কাজ চলমান রয়েছে।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাগরদী এলাকার বাসিন্দা জামাল হোসেন বলেন, খাল খনন করতে এসে এমনভাবে স্কেভেটর চালানো হয় তাতে আশপাশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিতভাবে খাল খননের কারনে সাগরদী খাল পাড়ের ৪/৫টি স্থানের রাস্তা ভেঙে খালের মধ্যে পরেছে। একই অভিযোগ করে ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগর এলাকার বাসিন্দা রিয়াজ হোসেন জানান, খ্রিষ্টানপাড়া থেকে আধা কিলোমিটার পাকা ও বাকি প্রায় আধা কিলোমিটার কাঁচা সড়ক রক্ষায় পাইলিং না দেওয়ায় খাল খনন শুরু হওয়ার সাথে সাথেই সড়ক ভেঙে খালের মধ্যে পরেছে। অনেক জায়গায় সড়কে বড় বড় ফাঁটল দেখা দিয়েছে।

খাল খননে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান আল মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির হোসেন ভুলু বলেন, খননের কারণে কিছু সড়কের ক্ষতি হয়েছে। পাড় বাঁধাই করার সময় সড়ক সংস্কার করা হবে। তবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র জেলা সমন্বয়ক রফিকুল আলম বলেন, খাল খননের পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ আছে। এরমধ্যে প্রথমেই সীমানা নির্ধারণ করতে হবে। যেসব স্থানে বসতবাড়ি ঝুঁকিপূর্ণ সেখানে পাইলিং করতে হবে। কিন্তু নগরীতে পুরোপুরি অপরিকল্পিতভাবে খাল খনন শুরু করা হয়েছে। তাই খাল খননের মাধ্যমে নগরবাসীর উপকারের চেয়ে ক্ষতির পরিমানই বেশি হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ বলেন, খনন কাজের জন্য কিছু কিছু স্থানে সমস্যা হয়েছে বলে জেনেছি। এগুলো নগর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সংস্কার করা হবে। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, খাল খনন কাজে সড়ক ভেঙে পড়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। কোথাও কোন সমস্যা হলে তা দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test