E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ছুরিকাঘাতে চোখ হারাতে বসেছে শিলন শেখ 

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১৯:০৬:২৬
গোপালগঞ্জে ছুরিকাঘাতে চোখ হারাতে বসেছে শিলন শেখ 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ছুরিকাঘাতে চোখ হারাতে বসেছে শিলন শেখ (২৫) নামে এক দিন মজুর। মারাত্মক আহতাবস্থায় তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আজ রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিলন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের ইসরাইল শেখেল ছেলে।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়ে বলেন, ছুরিকাঘাতে ওই যুবকের চোখের কার্নিয়া ও টিস্যু ক্ষতিগ্রস্থ হয়েছে। তাকে উন্নত চিকিসার জন্য ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টটিউটে পাঠানো হয়েছে।

আহত শিলন শেখ বলেন, খাগাইল গ্রামে বাড়ির সীমানার জমি নিয়ে ওবায়দুল শেখের সাথে আকরাম মৃধার দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলে দুইজনের সম্মতিতে সীমানা প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত হয়। আজ রবিবার সকালে সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য আমি সহ কয়েকজন রাজমিস্ত্রী কাজ করতে যাই। এসময় আকরাম মৃধার ছেলে আজিজ মৃধা কাজে বাধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডা এক পয্যায়ে আমার মামাকে মারপিট করতে গেলে আমি ঠেকাতে যাই। এসময় আজিজ মৃধা আমার ডান চোখে চুরি দিয়ে আঘাত করে। এতে আমি মারাত্মক আহত হলে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর অভিযুক্ত আজিজ মৃধা পালিয়ে গেছে। গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত শিলন শেখের মা রোজিনা বেগম বলেন, আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে। সে একজন দিন মজুর। আজ সকালে সে ওখানে কাজ করতে যায়। এসময় দুই পক্ষের বাকবিতন্ডায় আকরাম মৃধার ছেলে আজিজ মৃধা আমার ছেলের ডান চোখের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এখন আমার ছেলের চোখ নষ্ট হতে বসেছে। আমি এ নির্মম ঘটনার বিচার চাই। আজিজের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ।

তবে এ বিষয়ে অভিযুক্ত আজিজ মৃধা বা তার বাবা আকরাম মৃধার সাথে যোগাযোগ করা হলেও তারা গণমাধ্যমে কোন বক্তব্য দিতে রাজি হননি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের সাথে পুলিশ কথা বলেছে। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test