E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে তিন দিনব্যাপী ‘পিঠা উৎসব’ সমাপ্ত

২০২৪ ফেব্রুয়ারি ০৫ ১৭:০০:৩৫
ভৈরবে তিন দিনব্যাপী ‘পিঠা উৎসব’ সমাপ্ত

বিশেষ প্রতিনিধি, ভৈরব থেকে ফিরে : কিশোরগঞ্জের ভৈরবে এবছরও নান্দনিক আয়োজনে তিন দিনব্যাপী ৬ষ্ঠ পিঠা উৎসব উপচে পড়া মানুষের উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকপূর্ভাবে শেষ হয়েছে। 

সমাপনীর (রবিবার) সন্ধ্যায় ভৈরব বাজার রাজকাঁচারী প্রাঙ্গণে জমজমাট এক বিশাল আয়োজনে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে 'প্রধান অতিথি' হিসেবে যোগ দেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক (সুরস্রষ্টা) শেখ সাদী খান।

ভৈরব পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক ইমরান হোসাইনের সভাপতিত্বে আলোক উজ্জ্বল দৃষ্টিনন্দন এক ব্যতিক্রমী মঞ্চে এসময় অন্যান্যের মধ্যে 'অতিথি' হিসেবে উপস্থিত ছিলেন
ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা সাখাওয়াত হোসেন, সাবেক ভৈরব রফিকুল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সংস্কৃতিজন শরীফ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভৈরব পৌর আওয়ামী লীগের সভাপতি ও ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, নারায়ণগঞ্জ থেকে আগত সিনিয়র সাংবাদিক সুভাষ সাহা, ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর, বিশিষ্ট সেতারশিল্পী জাহাঙ্গীর আলম খান তানসেন, নবীনগর থেকে আগত সিনিয়র সাংবাদিক, নবীনগরের কথার সম্পাদক সংস্কৃতিজন গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী, ভৈরবের বাসিন্দা আরিফ সারোয়ার বাতেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার (ভৈরব) সুমন মোল্লা, ভৈরব নিরাপদ সড়ক চাই এর সেক্রেটারী সাংবাদিক আলাল উদ্দিন, পিঠা উৎসবের উপদেষ্টা নূরে লায়লা রিক্তা, ওয়াহিদা রহমান পলি, সাংবাদিক মো. আক্তারুজামান, মো. জিল্লুর রহমান প্রভাষক মাহফুজুর রহমান, যুবলীগ নেতা অলিউল ইসলাম অলি, অরুণ আল আজাদ প্রমুখ।

পরে দেশের বিশিষ্ট ব্যান্ড তারকা পথীক নবী ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত হয়ে তিনদিনব্যাপী এই পিঠা উৎসবের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান। আর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে (৩ ফেব্রুয়ারি) প্রধান অতিথি ছিলেন 'নিরাপদ সড়ক চাই' এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আরেক একুশে পদক প্রাপ্ত চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনদিনের এ নান্দনিক আয়োজনে বুয়েটের প্রফেসর মাহবুবুল আলম তালুকদার, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব এস এম আজাদ হোসেন, ভৈরবের ইউএনও একেএম গোলাম মোরশেদ খান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগর, সহকেরী কমিশনার (এসি ল্যান্ড) ইকবাল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিদিন উপস্থিত ছিলেন।

তিনদিনের এ জমজমাট পিঠা উৎসবের প্রতিটি পর্বের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভৈরব পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আল আমীন নাজির।

তিনদিনের এ আকর্ষণীয় পিঠা উৎসবের প্রতিদিনকার প্রতিটি পর্বে দর্শকদের তিল ধারণের ঠাঁই ছিলো না। অনুষ্ঠানে উপচে পড়া নারী পুরুষ ও শিশু কিশোরদের স্বত:স্ফুর্ত উপস্থিতি এই পিঠা উৎসবকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে।

(জিডি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test