E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে প্রশিক্ষণ প্রাপ্ত ২৪০ জন পেলেন সনদপত্র ও সম্মানীর অর্থ 

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ১৪:১৬:২৮
গোপালগঞ্জে প্রশিক্ষণ প্রাপ্ত ২৪০ জন পেলেন সনদপত্র ও সম্মানীর অর্থ 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দুস্থ ও অসহায় ব্যক্তিদের “প্রশিক্ষণের মাধ্যমে ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আয় উপার্জনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৪০ জনের মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা সদরের প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে সমাজসেবা অধিদপ্তর ও এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (অডাস) মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন , প্রকল্পের প্রধান সমন্বয়কারি শরিফুল ইসলাম, প্রশিক্ষনার্থী তামিম, বিউটি খানম সহ আরো অনেকে বক্তব্য দেন।

প্রকল্পের প্রধান সমন্বয়কারি শরিফুল ইসলাম জানান, এ প্রকল্পের আওতায় কম্পিউটার অফিস এ্যাপ্লিকেন্ট, ড্রেস মেকিং এন্ড টেইলরিং, মোটর সাইকেল মেকানিক্স ও ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ টি ব্যাচের ২৪০ জন প্রশিক্ষনার্থীর মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হচ্ছে । এই জনগোষ্ঠি দক্ষতা অর্জন করে আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test