E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৫:১৪:২৯
জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে 'বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' প্রতিপাদ্যে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৭ ফেব্রুেয়ারি) সকাল ১০ টায় শহরের ফৌজদারি মোড় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্র শেষে জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিউর রহমান।

জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবার আয়োজনে প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের সহযোগিতায় এ দিবস পালিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিসেফ ময়মনসিংহ বিভাগীয় প্রধান ইমতিয়াজ হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, বাতিঘর সংস্থার সভাপতি মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী কর্মকর্তা ইশরাখ হোসেন, জেলা সমাজ রেজিষ্ট্রেশন কর্মকর্তা ইকবাল হোসেন, সাংবাদিক ফজলে এলাহী মাকাম ও জেলা শিক্ষা অফিসার হালিমা খাতুন।

আলোচনা শেষে জেলা প্রশাসক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনকে পুরস্কারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৪ জন প্রতিবন্ধীর হাতে চেক তুলে দেন।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test