E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শুনলেন শিক্ষার্থীরা

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৭:৩৯:১৭
পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শুনলেন শিক্ষার্থীরা

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে  বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীরা যেন এক মূহুর্তের জন্যে ফিরে গিয়েছিলো ১৯৭১ সালের সেই দিনগুলিতে। গল্পের মধ্যেই তারা জেনেছে, মহান মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের দেশের জন্য আত্মত্যাগ ও লড়াই-সংগ্রামের বীরত্বগাথার সেই দিনগুলোর বাস্তবতার কথা। জেনেছে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস। 

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে ও পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা হলরুমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানোর এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় প্রাণবন্ত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক উপ-সচিব ড. মো. নুরুল আমিন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন।

আয়োজনে শিক্ষার্থীদের গল্পে গল্পে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন লড়াই, সংগ্রাম, ত্যাগ ও লোমহর্ষক নানা বাস্তবতার কথা তুলে ধরেন ৫ জন বীর মুক্তিযোদ্ধা। এসময় শিক্ষার্থীরা নিজেদের অজানা নানা প্রশ্ন জানতে চান বীর মুক্তিযোদ্ধাদের কাছে যা অনুষ্ঠানকে করেছিলো আরো প্রাণবন্ত।

শিক্ষার্থীরা বলেন, পাঠ্যপুস্তকে আর ছোট থেকে মা-বাবার কাছে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি। যারা যুদ্ধের ময়দানে ছিলেন সেই বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে সেসময়কার বাস্তব কথাগুলো শুনেছি আজ।

পরে বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শোনা গল্পের মধ্যেই শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(আরআই/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test