E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৮:১৯:০৮
নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার শতাব্দীপ্রাচীন (১৮৮৬ সালে প্রতিষ্ঠিত) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচ পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি একই অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা মৌলভী আবদুস সোবহান উকিল (আবদু মিয়া) এর ৮৬-তম মৃত্যুবার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এ উপলক্ষে আজ বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল মঞ্চে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার বেগম, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, দুই সহকারী শিক্ষক নূরুল ইসলাম ভূইয়া ও মো. নূরুল হোসেন, সাবেক সহকারী শিক্ষক আব্দুর রহিম, নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আওয়ামীলীগ নেতা মো. হাবিবুর রহমান হাবিব, বিদায়ী এসএসসি পরীক্ষার্থী হাসান আরিফ মাহমুদ ও বিদ্যালয়ের শিক্ষার্থী লিখন সাহা স্বপ্ন।

আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত কোরআন তেলওয়াত ও হামদ নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার হিসেবে বিভিন্ন বই তুলে দেয়া হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আমির হোসেন।

পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী, মনোরমা দেবী ও মো. খলিলুর রহমান খলিল।

(জিডি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test