E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর হাতে স্ত্রী খুন, আটক ২

২০১৪ নভেম্বর ১৩ ১৪:১২:০৪
সিরাজগঞ্জের তাড়াশে স্বামীর হাতে স্ত্রী খুন, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যৌতুক না পেয়ে রিপা খাতুন (২৫) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা। এ ঘটনায় নিহতের শ্বাশুড়ি ও ভাসুরকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতের কোন এক সময়ে ঐ গৃহবধুকে হত্যা করা হলে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ও দুইজনকে আটক করে।

নিহত রিপা খাতুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকুড়ি গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী ও নীলফাারি জেলার জলঢাকা উপজেলার আঃ রহমানের মেয়ে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হলো, জীবন আলী স্ত্রী ও নিহতের শ্বাশুরি মনোয়ারা খাতুন (৫০) ও নিহতের ভাসুর জুনায়েদ আলী (৩২)।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নীলফামারি জেলার জলঢাকা এলাকার আঃ রহমানের মেয়ে রিপা খাতুনের সাথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকুরি গ্রামের জীবন আলীর ছেলে মনিরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রিপা খাতুনকে শ্বাররিক ও মানসিকভাবে নির্যাতন করত তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা।

এরই এক পর্যায়ে বুধবার রাতের কোন এক সময়ে তাকে শ্বাসরোধে হত্যার পর মুখে কিটনাশক ঢেলে দেওয়া হয়। পরে সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় প্রতিবেশীদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিহতের শ্বাশুড়ি ও ভাসুরকে আটক করে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

তাড়াশ থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তার বাবার বাড়ির লোকজন আসার পর হত্যা মামলা দায়ের করা হবে।

(এসএস/এসসি/নভেম্বর১৩,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test