E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাইমচরে জাটকা ধরার সময় আটক ৬ জেলের অর্থদণ্ড

২০২৪ ফেব্রুয়ারি ১০ ১৭:৩৭:২১
হাইমচরে জাটকা ধরার সময় আটক ৬ জেলের অর্থদণ্ড

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরের হাইমচর এলাকার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে জাটকা ধরা অবস্থায় আটক ৬ জেলকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় ৩০ হাজার মিটার কারেন্টজাল এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে হাইমচর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।

অর্থদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-আহসান গাজী (৪৫), সাইফুল ভুইয়া (২৫), মো. রফিক বেপারী (৪০), মো. লিটন গাজী (৪০), মো. নাছির বেপারী (৪০) ও মো. বোরহনা (১৪)। এদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বহরিয়া গ্রাম।

হাইমচর উপজেলা মৎস্য কর্মকতা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপের চতুর্থ দিনে ওইদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

যৌথ এই অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের পিও সিসি, মো. মোমিনুর রহমান সহ কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

(ইউএইচ/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test