E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না সিরাজ গাজী 

২০২৪ ফেব্রুয়ারি ১০ ১৮:৪৪:০৭
২০ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না সিরাজ গাজী 

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : ৫ বছরের সাজা এড়াতে দীর্ঘ বিশ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না মো. সিরাজ গাজী (৫৫) নামের এক ব্যক্তি। বেরসিক পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। অন্যদিকে একই ভাবে ৩ বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক থাকার পর পুলিশের হাতে ধরা পড়লো কাদির পাটওয়ারী (৩৫) আরেক অভিযুক্ত। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. সিরাজ গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান গ্রামের আল আমিনের ছেলে। তিনি জিআর-২৪৫/ ২০০০ মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ২০ বছর পলাতক ছিলেন তিনি।

গ্রেপ্তারকৃত অপর আসামি কাদির পাটওয়ারী একই গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তিনি জিআর-৪১২/ ১১ মামলার ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়েরপর ৬ বছর পলাতক ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভান গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তারের পর শনিবার (১০ ফেব্রুয়ারি ) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আসামিদ্বয়ের বিরুদ্ধে সাজা ঘোষণার পর থেকেই একজন ২০ বছর পলাতক ছিলেন, অপরজন ৬ বছর পলাতক ছিলেন।

(ইউএইচ/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test