E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে দাখিল পরিক্ষার্থীদের বিদায়, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০২৪ ফেব্রুয়ারি ১২ ১৬:২২:১৯
সুবর্ণচরে দাখিল পরিক্ষার্থীদের বিদায়, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চরজব্বর ইউনিয়ন সমিতির বাজারে অবস্থিত সাইফিয়া দরবার শরীফ কৃর্তক পরিচালিত ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ সাইফ ইসলামীয়া দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১১ টায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কৃর্তপক্ষ।

বায়তুশ সাইফ ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার মনিরুজ্জামান জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর পীর সাহেব আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি, বিশেষ অতিথি ছিলেন, চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ এডভোকেট ওমর ফারুক।

আমন্ত্রীত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, চরজব্বর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ শাহজাহান, চরজুবিলী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মঞ্জুর আলম, হানিফ চেয়ারম্যান বাজার বাইতুশ সাইফ ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, উত্তর বাগ্যা সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, সমাজ সেবক ও মানবাধিকার কর্মি নাজমুল হাসান জুয়েল, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবু তাহের চৌধুরী, আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন, অজি উল্যাহ মিয়া, হারিছ চৌধুরী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী বেলায়েত হোসেন, মোঃ ফয়েজ উল্যাহ, মাদ্রাসার ভূমিদাতা হাজি কালা মিয়া প্রমুখ।


বক্তারা বলেন, সুশিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হলে শিক্ষার বিকল্প কিছু নেই, ইসলামী শিক্ষা গ্রহণ করলে দুনিয়া ও আখিরাতে দোজাহে শান্তি মিলে। প্রতিটি শিক্ষার্থীকে অভিভাবকগন পড়াশুনার খোঁজ খবর রাখা জরুরী তাহলে উচ্চতর পড়াশুনা থেকে শিক্ষার্থীরা কখনো ঝরে পড়বেনা।

(আইইউএস/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test