E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে সংঘর্ষ ,বাড়ী ভংচুর,লুটপাট ও অগ্নি সংযোগ

২০১৪ নভেম্বর ১৩ ১৫:৫৯:১১
শাহজাদপুরে সংঘর্ষ ,বাড়ী ভংচুর,লুটপাট ও অগ্নি সংযোগ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:শাহজাদপুরে পুর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার চরকৈজুরি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রামানিক গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

আহতদের দুই জনের অবস্থা গুরুতর। হবি খাঁ ও তার ছেলে মজিবর খাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

শাহজাদপুর থানা ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, চরকৈজুরি গ্রামের লোকমান খার ছেলে বগুড়া প্যারামেডিক্যাল কলেজের ছাত্র আব্দুল বাতেন খা গত মঙ্গলবার বগুড়াতে অজ্ঞাতনামা কিছু লোকের হাতে মার খেলে এ খবর তার গ্রামের বাড়ী চরকৈজুরি জানাজানি হলে এ নিয়ে এদিন রাতেই প্রামানিক গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরে।

এই ঘটনায় প্রামানিক গোষ্ঠীর নজরুল ইসলাম মাষ্টার মোল্লা গোষ্ঠীর লোকমান খাঁ, সাহেব আলী, জহুরুল হক ও আব্দুল্লাহ সহ ৯৪ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় বুধবার দুপুরে একটি লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে নজরুল মাষ্টারের সাথে কথা হলে তিনি জানান, আমি কোন অভিযোগ নয়, মামলাই করেছি।

মঙ্গলবার রাতের মারামারির জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় আবার প্রামানিক গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর লোকজন একে অপরের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে।

পুলিশ ও এলাবাসী জানায় প্রায় দুই ঘন্টা সংঘর্ষ চলাকালে প্রামানিক গোষ্ঠীর হোসেন আলী পল্টুর বাড়ী ভাংচুর ও তার গোয়াল ঘরে মোল্লা গোষ্ঠীর লোকজন আগুন লাগিয়ে দেয়।

অপরদিকে মোল্লা গোষ্ঠীর লোকজন প্রামানিক গোষ্ঠীর আবু জাফর এর গোয়াল ঘর ও খড়ের পালায় আগুন দেয়। আগুনের খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের লোকজন পুলিশের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।

এদিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল খবর পেয়ে দ্রুত পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা সাড়ে ১০ টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। হাসান শামীম ইকবাল জানান, এ সংঘর্ষে ১৫ জনের আহত হওয়ার দাবী করলেও গুরুতর আহত হবি খাঁ ও তার ছেলে মজিবর খাঁ ছাড়া আর কারো নাম জানা যায়নি। তিনি আরো জানান, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় রিজার্ভ পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এআরপি/এসসি/নভেম্বর ১৩,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test